Header Ads

আল্লাহর অপমান



আমি দেখতে পাচ্ছি বর্তমানে নামাজকে একটা প্রতিমারূপে খাড়া করা হয়েছে। ওরই পূজা মুসলমানেরা করে।  প্রতিদিন মানুষ যে কীভাবে কতবার আল্লাহর অপমান করে তা সে বুঝতে পারে না। আল্লাহ মানে তার কাছে একটা মানুষের মতো বাদশাহ। আকাশের সিংহাসনে বসে আছেন। আমি কি করি, না করি কিছু ঠিক পান না। ভালো করে শেষকালে তোষামোদ করলে-তিনি স্বর্গে যেতে দেবেন। হায়, পুত্র-কন্যা এবং বিবির গলায় পুষ্পহারের জন্য মানুষ অর্থ লালসায় কীভাবে আল্লাহকে অপমান করে। মুসলমান জাতি আজ মৃত, আজ ১৬ ডিসেম্বর, আজা আমরা ফুল দিয়ে শ্রদ্ধা জানাবো, এতে শহীদের আত্তা শন্তি পাবে, ফুল কি শহীদের আত্তার শান্তিদেবে, শান্তি দেওয়ার মালিক কি আল্লাহ না ফুল? আমরা কি আল্লাহ কে ভালবাসি না অপমান করি? 

কোন মন্তব্য নেই

RBFried থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.