শুধু ভোগের জন্য নারীর রূপকে যে আদর করে সে খুব ছোট৷
প্রেমের
শুরুতে ভালবাসার আদান-প্রদাম, প্রণয়-চুম্বন, কবিতা পাঠ খুব চলতে থাকে, যুবক বয়সে নারীকে যে কত উপাদেয়, কত মনোহর মনে হয় তা ঠিক করে বলা কঠিন ৷ সে যেন এক অজানা রাজ্যের রহস্যময়ী! যুগ যুগ ধরে তাকে তপস্যা করে পাওয়া কঠিন৷ সে মেঘের দোলায়, সাগর তরঙ্গ, বাতাসের মাঝে, দিগন্তের গায়, ঊষার শান্ত স্নিগ্ধ জ্যোতির ভিতরে ঘুরে বেড়ায় ৷ কিন্তু কিছুদিন যেতে না যেতেই সে প্রেম সোহাগ লজ্জা পেয়ে পালিয়ে যায়৷ অল্প
বয়সে বিয়ে করলে পড়া মাটি হয়-এ কথা অনেকে বলে থাকেন ৷ বাল্য-বিবাহের কথা বলছি না ৷ যৌবনের প্রারম্ভে বিয়ে করলে চরিত্র খারাপ হওয়ার ভয় থাকে না ৷ মন যখন নীরস শক্ত হয়ে উঠবে, জীবনের অর্ধেক যখন পেরিয়ে গেছে, তখন আর বিয়ে করে লাভ কী? ইংরেজ কবি শেলী বিয়ে করেছেন ঊনিশ বছরের সময় ৷ মহাকবি শেক্সপীয়ার বিয়ে করেছিলেন মাত্র সতের বছরে ৷ প্রেমের কথা না ভেবে শুধু বয়সের খোরাক জোগাবার জন্যে যে বিয়ে হয় তা বড় নিকৃষ্ট ৷ প্রেমের স্পর্শে নারী-পুরুষের মিলন জগতে স্বর্গ রচনা করে ৷ প্রেম মানুষকে নীচ ও দীন জীবন হতে বহু উর্ধ্বে নিয়ে যায় ৷ তার দৃষ্টি হয় কত গভীর, তার হৃদয় হয় কত বিরাট, তার মমতা হয় কত ব্যাপক ৷ হজরত বলেছেন,- তাকেই বিয়ে করো যাকে তুমি ভালবাসতে পারবে৷ ভোগ
জিনিসটা দোষের এ আমি বলি না ৷ বলি শুধু শরীরের ভোগেই যেন জীবন শেষ না হয়৷ পাপ নীচতার বিরুদ্ধে দাঁড়াবার জন্যই নারী-পুরুষের মিলন৷ অনেক সময় রূপে গর্ব বালিকা ও যুবতীদেরকে অহঙ্কারী ও দাম্ভীক প্রকৃতির করে তোলে ৷ রূপ না থাকলে হয়তো তারা বিনয়ী হবেন, চিত্ত স্বভাব সুন্দর করে তুলতে চেষ্টা করবেন, কিন্তু রূপের অভিশাপে মন ও স্বভাব তাদের কলঙ্কাচ্ছন্ন হয়ে গিয়েছে৷ কথা ও ব্যবহারেই মানুষকে বেশি মুগ্ধ করে ৷ মানুষ যখনই বোঝে রূপের মধ্যে প্রেম, সহানুভূতি ও সুরুচির পরশ নেই তখন সে সরে পড়ে৷ ক্ষণিক আমোদের জন্যে মানুষ সে রূপ নিয়ে একটু নাড়াচাড়া করতে পারে, কিন্তু সে রূপকে শ্রদ্ধা করে সে মাথায় তুলে নেয় ৷ আমাদের কোন দল করা উচিত? মালেকি,হাম্বলী,হানাফি না শাফি?
বস্তুত
যাকে ঠিক বন্ধু বলে বরণ করে নিতে মন আপত্তি তোলে না, সেই নারীকেই বিয়ে করা যায়৷ শুধু ভোগের জন্যে নারী-পুরুষের মিলন নিরর্থক; কিন্তু আসলে কী দেখতে পাওয়া যায়? নারী-পুরুষের মিলনের যে একটা উচ্চ রকমের সার্থকতা আছে তা সমাজের কেউ মানে না ৷ কেউ কারো হৃদয় বোঝে না ৷ কেউ কারো সাধনার খবর রাখে না, নারীর পুরুষের আশা-আকাঙ্ক্ষা ও ব্যথা-বেদনা বোঝেনা জীবনকে সার্থক করার জন্যে এ কী প্রকার আয়োজন? এমনভাবে নারী-পুরুষের মিলন অবৈধ৷
কেউ
শুধু রূপ দেখে বিয়ে করেন৷ নারী জীবনে রূপ একটা শ্রেষ্ট সম্পদ তা স্বীকার করি, রূপ মানুষকে অভিভূত তরে ফেলে সত্য, কিন্তু রূপের পাশে যদি গুণ না থাকে, নারীর রূপ যদি পুরুষের মনকে অধঃপতিত করে, তার রুচি ও মনুষ্যত্বকে খর্ব করে দেয়, তবে সে রূপকে বাদ দিতে হবে৷ নারী বলতেই সে রূপসী-তাকে ভালবাসার মতো মন ও মহত্ত্ব চাই ৷ ভালবাসা না থাকলে শ্রেষ্ট রূপসীও মানুষকে আনন্দ দান করতে পারে না নারী-পুরুষের মিলনের শুধু উদ্দেশ্য হচ্ছে-জীবনের দানকে সার্থক করে তোলা ৷ শুধু ভোগের জন্য রূপকে যে আদর করে সে খুব ছোট৷
২টি মন্তব্য
শুধু ভোগের জন্যে নারী-পুরুষের মিলন নিরর্থক Right.
right
একটি মন্তব্য পোস্ট করুন