রেফ্রিজারেটরে কম্প্রেসরের কাজ কি
কম্প্রেসর বলতে কি বুঝায়?
যে যন্ত্রের সাহায্যে বায়বীয় পদার্থের অনু সমূহকে সংকোচন এর মাধ্যমে চাপ ও তাপ মাত্রা বাড়িয়ে নির্গমন করে শীতল করা হয় তাকে কম্প্রেসর বলে।
রেফ্রিজারেটর কম্প্রেসারের কাজঃ
কম্প্রেশ্বর ইভাপোরেটর হতে আগত বাসটি অধিনায়ক কে উচ্চচাপে ও তাপে ঘনিবোনের মাধ্যমে কনডেনসারের অন করে।অর্থাৎ ইভাপোরেটর এ যে বাসটি হিমায়ক গুলো থাকে সেই মানুষগুলোকে সাক্স অনলাইনের মাধ্যমে টেনে এনে উচ্চচাপে ও তাপের ডিসচার্জ লাইনের মাধ্যমে কনডেনসারের প্রেরণ করে। কনডেনসারের বাষ্পীয় হিমায়ক তরলে রূপান্তরিত হয়, এবং তা এক্সপানশন ভাল্ব হয়ে আবার ইভাপোরেটরের পৌঁছায় এবং ইভাপোরেটর মালামাল হতে তাপ শোষণ করে তরল হিমায়ক কে বাষ্পে রূপান্তরিত করে।
কম্প্রেসর কে প্রধানত পাঁচ ভাগে ভাগ করা যায় যেমনঃ-
১। রেসিপ্রোকেটিং কম্প্রেশন।
২। সেন্ট্রিফিউগাল কম্প্রেসর।
৩। রোটারী কম্প্রেসার।
৪। রোটারি স্ক্রু কম্প্রেশ্বর।
৫। মিসিলানিয়াস কম্প্রেশ্বর ।
কম্প্রেসর সংক্রান্ত কিছু সাধারণ প্রশ্ন ও উত্তরঃ
প্রশ্নঃ কম্প্রেসরের পাম্পিং কম হওয়ার কারণ কি?
উত্তরঃপিস্টন রিং ক্ষয়প্রাপ্ত হয়। কম্প্রেশন রেশিও কি? কম্প্রেসরের সাকশন লাইনের রেফ্রিজারেন্ট এর পরম চাপ এবং ডিসচার্জ গ্যাসের চাপের অনুপাতকে কম্প্রেশন রেশিও বলে।
প্রশ্নঃ বাষ্প সংকোচন হিমায়ন চক্রে কম্প্রেসরের প্রয়োজনীয়তা কি?
উত্তরঃ বাষ্প সংকোচন হিমায়ন চক্রে কম্প্রেসরের প্রয়োজনীয়তা অপরিসীম যেমনঃ
ক) বাষ্প সংকোচন করে কনডেনসারের উচ্চ চাপ সৃষ্টি করে। খ) কনডেনসারের হিমায়ক কে ঘনীভবনের সাহায্য করে। গ) হিমায়ন চক্রে হিমায়ক এর প্রবাহ সচল রাখে।
প্রশ্নঃ Multi-stage কম্প্রেসর বলতে কি বুঝায়?
উত্তরঃ যে সমস্ত কম্প্রেসরের সাহায্যে হিমায়ক কে দুই বা ততোধিক বার কম্প্রেস করা হয় সেই সমস্ত কম্প্রেসর কে multi-stage কম্প্রেসর বলে। অর্থাৎ দুই বা ততোধিক স্টেজ বা দাধপ সম্বলিত কম্প্রেসর গুলোকে multi-stage কম্প্রেসর বলে।
প্রশ্নঃ কম্প্রেসরের রেশিও এর প্রভাব কি?
উত্তরঃ কম্প্রেসরের রেশিও এর অপর বলিব বলিউমেট্রিক ইফিসিয়েন্সি নির্ভর করে। কারন বলিউমেট্রিক ইফিসিয়েন্সি কোন ধ্রুব সংখ্যা নয়। অর্থাৎ কম্প্রেশন রেশিও পরিবর্তন হলে বলিউমেট্রিক ইফিসিয়েন্সি মান পরিবর্তন হয়।
কোন মন্তব্য নেই
একটি মন্তব্য পোস্ট করুন