Lubricating oil system
Complete lubricating oil system diagram
The lubricating oil system is very important for the engine system. ইঞ্জিন অয়েল ইঞ্জিনের ঘূর্ণায়মান যন্ত্রাংশকে ঘর্ষণ এর মাধ্যমে ক্ষয় রোগ থেকে বাঁচার জন্য ব্যবহার করা হয়, ইঞ্জিন অয়েল ইঞ্জিনের ঘুর্ণয়মান যন্ত্রাংশের মধ্যে একটি ফিল্ম তৈরি করে। এই ইঞ্জিন অয়েল ইঞ্জিনের তাপমাত্রার মধ্যেও কাজ করে থাকে। ইঞ্জিন অয়েল একটি অয়েল পাম্প এর মাধ্যমে ইঞ্জিনিয়ার গুরুত্বপূর্ণ ঘুর্ণয়মান যন্ত্রাংশের মধ্যে ইঞ্জিন অয়েল সরবরাহ করা হয়। যা চিত্রের মাধ্যমে পর্যায়ক্রমে দেখানো হয়েছে কিভাবে ইঞ্জিনগুলো সার্কের সম্পন্ন করে। এখানে প্রথমে ইঞ্জিন অয়েল অয়েল পাম থেকে প্রেসার এর মাধ্যমে টপ অয়েল কুলারে ইঞ্জিন অয়েল প্রবেশ করে। ইঞ্জিন অয়েল তাপমাত্রা কমিয়ে অয়েল কুলার এর মাধ্যমে ফিল্টার এ প্রবেশ করে, ইঞ্জিন অয়েল ক্লিয়ারিং করে আরেকটি লুব অয়েল ফিল্টার এ পাঠিয়ে দেয় উক্ত ফিল্টার হতে বাইপাস বাল্ব এর মাধ্যমে অয়েল সিল ইঞ্জিনের মধ্যে প্রবেশ করে।
Turbocharger lubricating oil system
এখানে ইঞ্জিন অয়েল লুব অয়েল ফিল্টার হতে টার্বোচার্জার এ প্রবেশ করে এবং কার্য হাজারের ঘূর্ণায়মান যন্ত্রাংশকে অনায়াসে ঘুরতে সাহায্য করে ইঞ্জিন অয়েল।এবং টার্বোচার্জার এর সাপ্লাই কাজ সম্পন্ন করে মেইন ওয়েল রিফিল এর মাধ্যমে কোয়েল পেন এ প্রবেশ করে।
কোন মন্তব্য নেই
একটি মন্তব্য পোস্ট করুন