Header Ads

What is instrument cluster?

instrument cluster কি?

instrument cluster একটি গাড়ির জন্য গুরুত্বপূর্ণ ডিভাইস। একটি গাড়ির যান্ত্রিক দুটি এবং সতর্কতার জন্য বিভিন্ন নির্দেশনা সূচক। যা গাড়ি চালককে সুচারুরূপে গাড়ি চালাতে সাহায্য করে।

instrument cluster এর মাধ্যমে একজন চালক কি জানতে পারেঃ 

এরমধ্যে বেশ কয়েকটি গেজ রয়েছে এর মধ্যে উল্লেখযোগ্য।

১। স্পিড মিটারঃ এর মাধ্যমে গাড়িটি কত স্পিডে চলছে তাচালক সিটে বসেই বুঝতে পারে।
২। মাইল বা কিলোমিটারঃ একজন চালক গাড়িটি কত কিলোমিটার ড্রাইভ করলেন তা এর মাধ্যমে বোঝা যায়।
৩। ইঞ্জিনের RPM মিটারঃ
৪। ফুয়েল গেজঃ কি পরিমান জ্বালানি গাড়ির মধ্যে অবশিষ্ট রয়েছে তা জানা যায়।
৫। ব্যাটারি ইন্ডিকেটরঃ ডায়নামো বা অল্টারনেটর ব্যাটারি কে চার্জ করছে কিনা তা এই ইন্ডিকেটরের মাধ্যমে জানা যায়ঃ
৬। টেম্পারেচার মিটারঃ ইঞ্জিনের তাপমাত্রা এই মিটারের মাধ্যমে পরিমাপ করা হয়।
৭। ইঞ্জিন অয়েল ইন্ডিকেটরঃ গাড়িতে ইঞ্জিন অয়েল পরিমাণ কমে গেলে এই ইন্ডিকেটর এর মাধ্যমে সংকেত পাওয়া যায়।
৮। ওডোমিটার।
৯। টেকোমিটার।

instrument clusterকোথায় লাগানো থাকে? 

এটা ঠিক ডাইভারের সামনে,স্টিয়ারিং হুইলের কাছে ড্যাশবোর্ড এর মধ্যে লাগানো থাকে।

Instrument Cluster repairs:

একটি Instrument Cluster পরিবর্তন করা ব্যয়বহুল। তাই ছোটখাটো সাধারণ সমস্যার জন্য এটি পরিবর্তন না করে মেরামত করলে ভালো ফল পাওয়া যায়। Instrument Cluster এরমধ্যে ময়লা জমে রিডিং ভালোমতো দেখা যায় না, সে ক্ষেত্রে ধুলু-ময়লাগুলো পরিষ্কার করে নিলে ভালোভাবে রিডিং দেখা যায, এছাড়াও এর জইনিং সকেট বিতরের ল্যাম্প ইত্যাদি নষ্ট হয়ে গেলে পরিবর্তন করে নিলে চলে।

আরও জানতে > গাড়িতে EGR Valve কেন লাগানো হয়?

Instrument Cluster repairs Video 

কোন মন্তব্য নেই

RBFried থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.