যানবাহনে উঠার দোয়া।Garite uthar dua
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যানবাহনে চলাচলের সময় একাধিক দোয়া ও কিছু তাসবীহ পড়তেন। এই দোয়া ও তসবি পড়ার সময় একটি নির্দিষ্ট পদ্ধতি মেইনটেইন করতেন। যা হাদিসে সুস্পষ্ট ভাবে তুলে ধরা হয়েছে। পবিত্র কুরআনুল কারীমেও এ ব্যাপারে মহান আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন।
যানবাহনে উঠার দোয়া আরবি
سُبْحانَ الَّذِي سَخَّرَ لَنَا هَذَا وَمَا كُنَّا لَهُ مُقْرِنِينَ-وَإِنَّا إِلَى رَبِّنَا لَمُنقَلِبُونَ
যানবাহনে উঠার দোয়া বাংলা উচ্চারণঃ
সুবহানাল্লাযী ছাক্ষর-লানা হাযা ওয়ামা কুন্না লাহু মুকরিনীন ওয়া-ইন্না ইলা রব্বিনা লামুন্ কলিবুন। সূরা আয যুখরুফ-১৩-১৪
যানবাহনে উঠার দোয়া অর্থ
হে দয়াময় আল্লাহ তুমি পবিত্র তুমি আমাদের কাছে এই যানবাহনের নিয়ন্ত্রণ দিয়ে দিয়েছো কিন্তু এই যানবাহনের নিয়ন্ত্রণ আমাদের পক্ষে সম্ভব ছিল না। নিশ্চয়ই আমাদেরকে আমাদের রবের কাছে প্রত্যাবর্তন করতে হবে।
যানবাহনে চলাচলের দোয়া ও তাসবীহ
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোন যানবাহনে উঠতেন তখন বিসমিল্লাহ বলে পা রাখতেন। যখন বাহনের সিটে স্থির হয়ে বসতেন তখন তিনি আলহামদুলিল্লাহ বলে আল্লাহর প্রশংসা করতেন। অতঃপর এই দোয়া পড়তেন, সুবহানাল্লাযী ছাক্ষর-লানা হাযা ওয়ামা কুন্না লাহু মুকরিনীন ওয়া-ইন্না ইলা রব্বিনা লামুন্ কলিবুন। অতঃপর তিনবার আলহামদুলিল্লাহ বলে মহান আল্লাহ সুবহানাতায়ালার প্রশংসা করতেন।তারপরে তিনবার আল্লাহু আকবার অর্থাৎ আল্লাহ মহান বলতেন।
কোন মন্তব্য নেই
একটি মন্তব্য পোস্ট করুন