ধ্বনি কাকে বলে। বাংলা ভাষায় মৌলিক ধ্বনি কয়টি
ধ্বনি কাকে বলে । ধ্বনি কত প্রকার ও কি কি ?
কণ্ঠ জাত আওয়াজের ক্ষুদ্রতম অংশকে ধ্বনি বলে। বাংলা ভাষার বাকপ্রবাহকে বিশ্লেষণ করলে কত গুলো মৌলিক ধ্বনি পাওয়া যায়। বাংলা ভাষার মৌলিক ধ্বনিগুলকে প্রধানত ২ ভাবে ভাগ করা যায়। যথা - ক। স্বর ধ্বনি খ। ব্যঞ্জন ধবনি।
স্বর ধ্বনিঃযে সকল ধ্বনি উচ্চারনের সময় ফুস্ফুস তাড়িত বাতাস বেরিয়ে যেতে মুখবিবরের কোথাও বাধা পায় না সে সকল ধ্বনিকে স্বরধ্বনি বলে। যেমনঃঅ,আ,ই,ঈ ইত্যাদি।
ব্যঞ্জন ধ্বনিঃ যে সকল ধ্বনি উচ্চারনের সময় ফুস্ফুস তাড়িত বাতাস বেরিয়ে যেতে মুখবিবরের কোথাও না কোথাও বাধা পায় সে সকল ধ্বনি কে ব্যঞ্জন ধ্বনি বলে। যেমনঃ ক,চ,ট ,ত,প ইত্যাদি।
স্বর ধ্বনির শ্রেণীবিভাগ।
উচ্চারণ কাল/সময় অনুযায়ী স্বরধ্বনি কে ২ ভাবে ভাগ করা যায়।
ক । হ্রস্ব স্বরঃ যে সকল ধ্বনি অল্প সময়ে উচ্চারণ করা যায় সেগুলো হ্রস্ব স্বর। হ্রস্ব স্বর ৪ টি – অ,ই,উ, ঋ ।
খ । দীর্ঘস্বরঃ যে সকল ধ্বনি উচ্চারণে অধিক সময় লাগে সেগুলো দীর্ঘস্বর। দীর্ঘস্বর ৭ টি -আ , ঈ, ঊ, এ, ঐ, ও, ঔ ।
মৌলিক স্বরঃ যে সকল মৌলিক স্বরধ্বনিকে বিশ্লেষণ করা যায় না । সেগুলো মৌলিক স্বর। (অ আ,ই, উ, এ, ও, অ্যা) ।
যৌগিক স্বরঃ যে সকল স্বর ধ্বনি একক স্বরের অধিকারি নয় বা যাদের বিশ্লেষণ করলে মৌলিক স্বরধ্বনি পাওয়া যায় সেগুলো যৌগিক স্বর। যৌগিক স্বর ২৫ টি ।
কোন মন্তব্য নেই
একটি মন্তব্য পোস্ট করুন