Header Ads

ক্লাসে প্রথম হলে জীবনে প্রথম হওয়ার পথ সহজ হয়৷

ক্লাসে প্রথম হলে জীবনে প্রথম হওয়ার পথ সহজ হয়৷ আর ক্লাসে প্রথম হতে হলে পরীক্ষা দিতে হবে বিজয়ী বিশ্বাস নিয়ে৷ অনুসরণ করতে হবে কিছু সহজ-সরল টেকনিক৷ এ দুটির অভাবেই অনেক পড়াশোনা সত্য পরীক্ষায় খারাপ হয়৷

সকল শিক্ষার্থী পরীক্ষা পড়বে এই টেকনিকগুলো খুব সহজভাবে উপস্থাপন করা হয়েছে৷ টেকনিকগুলো আয়ত্ত করুন, আর নিয়ে নিয়মিত করুন প্রার্থনা৷ বিজয়ী বিশ্বাসে বলীয়ান হবেন আপনি৷ ক্লাসের শিরোপা শোভা পাবে আপনার হাতেই৷

🌺পরীক্ষা মানে মনোযোগ!

পরীক্ষা আসলে সুযোগ৷ কারণ পরীক্ষা না থাকলে নিজের যোগ্যতা প্রমাণ করে উপরে উঠার পর আপনি পেতেন না৷ পরীক্ষার জন্য মনোযোগ দিয়ে পড়ুন কিন্তু পরীক্ষা কে দেখুন মজার খেলা হিসেবে৷ নিজের ওপর এ বিশ্বাস রাখুন যে, পরীক্ষার জন্য সৎ ভাবে পর্যাপ্ত প্রস্তুতি নিয়েছেন, তাই যা ভাবছেন তার চেয়ে বেশি জানেন আপনি৷ জবা আপনার সুনিশ্চিত৷ পরীক্ষা জীবন নয়, জীবনের একটা ক্ষুদ্র অংশ মাত্র৷ একটা পরীক্ষা খারাপ হলেই জীবন বরবাদ হয়ে যায় না৷ খন্ডিত বা অন্য কোনো প্রাপ্তি সাফল্য নয়৷ সাফল্য বিশ্বাস ও যোগ্যতার সমন্বয়ে গঠিত মনের এমন এক শক্তিশালী অবস্থা যা সব কিছুই পরিবর্তন করতে পারে।

🌺প্রস্তুতি
প্রশ্নের ধরন সম্পর্কে আগেই ধারণা রাখুন৷ বিগত বছরগুলোতে একাধিকবার এসেছে এমন প্রশ্নগুলোর গুরুত্ব দিন৷ মূল পরীক্ষার আগে মডেল প্রশ্ন পত্রের আলোকে প্রস্তুতিমূলক পরীক্ষা দিন৷ পরীক্ষার রুটিন স্বচোক্ষে দেখুন৷ কমপক্ষে দুজনকে দিয়ে তা নিশ্চিত করুন৷ অন্যেরা কেমন করেছে এ নিয়ে ভাববেন না৷ আপনার পরীক্ষার ফলাফল নির্ভর করবে আপনার যথাযথ প্রস্তুতির অপর৷ পরীক্ষার আগের মুহূর্ত পর্যন্ত হুড়মুড় করে সব রিভার্স করতে যাবেন না৷ প্রস্তুতির ব্যাপারে জানতে চাইলে বলুন, শুকুর আলহামদুলিল্লাহ বেশ ভালো আমি চেষ্টা করছি৷

পরীক্ষার আগের রাতেই কলম পেন্সিল ও প্রয়োজনীয় জিনিসপত্র গুছিয়ে রাখুন৷

🌺 যা করবেন না (প্রস্তুতি পর্বে)

এত পড়া কখন পড়বো ভাবতে ভাবতে সময় পার করা। আমি সব পারি, পরীক্ষার আগে একবার দেখলেই  হবে, বা বানিয়ে বানিয়ে লিখব,  এমন অতি আশাবাদ ব্যক্ত করা। এবার কোনরকমে পরীক্ষাটা দেই, পরেরবার ভালোভাবে  পড়বো, সান্তনার এই ধরনের দুষ্ট চক্র তৈরি করা। সাজেশন করে বেছে বেছে পড়া। পরীক্ষার আগের দিন পর্যন্ত শর্ট সাজেশন এর অপেক্ষায় না  পড়া। পরীক্ষার আগের দিন পর্যন্ত শর্ট সাজেশন এর জন্য অপেক্ষা করা। পরীক্ষার আগের দিনের জন্য পড়া ফেলে রাখা, এবং সারা রাত জেগে পড়া। রাম ফাইনালে ভালো করবো ভেবে মিট ট্রাম পরীক্ষায় অবহেলা করা।

উত্তর লেখার ক্ষেত্রেঃঅটোসাজেশন দিন- যা পড়েছি সব মনে আছে। লেখার সময় সুন্দরভাবে তা মনে চলে আসবে। 
👉প্রশ্নপত্রের উভয়বিধ ভালভাবে পড়ুন। নির্দেশনাগুলো খেয়াল করুন।
👉প্রতিটি প্রশ্নপত্রের জন্য সময় ভাগ করে ফেলুন। বরাদ্দকৃত সময়ে শেষ না হলে ফাঁকা রেখে পরের প্রশ্ন চলে যান।
👉 জটিল প্রশ্নের উত্তর নয়; শুরু করুন সহজ এবং ভালভাবে জানা উত্তর দিয়ে। শেষে ৫/১০  মিনিট খাতা রিভাইস করুন।
👉কোন প্রশ্ন ছেড়ে আসবেন না। কারণ দুটো অর্ধেক উত্তর একটা সম্পূর্ণ উত্তরের চেয়ে বেশি নম্বর তুলবে। 

👉 বাধ্যতামূলক না হলে জটিল বা সঠিক উত্তর জানা নেই এমন প্রশ্ন এড়িয়ে চলুন।
👉প্রশ্নের উত্তর তিন ভাগে ভাগ করুন- ভূমিকা,মূল বক্তব্য ও উপসংহার। ভূমিকা ও উপসংহার যত্ন করে লিখুন।

👉 উত্তরের বৈচিত্র আনতে ডায়াগ্রাম,ছক,চিত্র ব্যবহার করুন।লেখক/ বইয়ের কিছু শব্দ/ বাক্য উদ্বৃত্ত করুন।
 👉 কোন প্রশ্নের উত্তর কি জানতে চাওয়া হয়েছে তা বুঝিয়ে লিখুন। কোন অংশের জন্য কত নম্বর তাও দেখুন।

👉 কোন প্রশ্নের উত্তর বা পয়েন্ট মনে করতে না পারলে ফাঁকা জায়গা রেখে পরবর্তী প্রশ্ন বা পয়েন্ট লিখতে থাকুন।
👉 খাতা জমা দেওয়ার সময় নাম, রুল, রেজিস্ট্রেশন নম্বর, ঠিক আছে কিনা তা নিশ্চিত হোন, অতিরিক্ত কাগজ নিলে স্টাপ্লিং বা সুতোই গীত ঠিকভাবে দিন।


🌺 যা করবেন না( পরীক্ষার সময়)


👉 আমি কিছু পড়ি নি/ সব ভুলে গেছি/ এবার ফেল করব/ অমুক প্রশ্নে ভুল করেছি- এজাতীয় কথা বলা।
👉 পরীক্ষার আগে এমন সহপাঠীদের সাথে কথা বলা, যাদের প্রস্তুতি খারাপ বা যারা আতঙ্কিত। কারণ আতঙ্ক সংক্রামক।
 👉 উত্তর মেলানো, দেখাদেখি করা, খাতা দেখানোর জন্য জোরাজুরি বা হুমকি দেওয়া।

 👉 বেশি নম্বর পাওয়ার আশায় জটিল প্রশ্নের উত্তর করা।

 👉 নির্ধারিত সময়ের মধ্যে খাতা জমা না দেওয়া।

 👉 ব্যবহারিক পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়ার দরকার নেই মনে করা।

 খারাপ হাতের লেখা কারণ উত্তর ভালো হলেও এতে আশা অনুরূপ নম্বর পাওয়া যাবে না।


পরীক্ষার পরঃ 

পরীক্ষা খারাপ হওয়ার দায়ভার নিজে নিন। ভুলগুলো খুঁজে দেখুন, পুনরাবৃত্তি থেকে বিরত থাকুন।
কাঙ্খিত ফলাফলের জন্য মন ছবি দেখুন প্রার্থনা ও দান করুন।
একটি পরীক্ষা খারাপ হলে মুষরে পড়বেন না। পরের পরীক্ষা গুলো ভালোভাবে দিন।
বিরতির দিনগুলো সৎ সঙ্গে কল্যাণকর ও ভালো কাজে পরিকল্পিতভাবে ব্যয় করুন। ভাইভা
সহজ, প্রশান্ত মনে ভাইভা পরীক্ষায় অংশ নিন। শিক্ষকদের বিচারক না ভেবে সহযোগী ভাবুন। প্রশান্ত প্রত্যয়, নিরব  প্রস্তুতি, বিনয় আর সাবলীল উপস্থাপনা শিক্ষকদের   সপ্রশংস দৃষ্টি কেড়ে নেবে। 
দৈনিন্দন প্রত্যয়
সকল পরিস্থিতিতে সব সময় বলুন- প্রভু! তোমাকে ধন্যবাদ। সবকিছুর জন্য আমি কৃতজ্ঞ।
আমি একা নই। আমি বিশ্বাসী। স্রষ্টা আমার সাথে রয়েছ… অতএব আমি বিজয়ী হব।
পরীক্ষা চলাকালে আমি প্রশান্ত ও সজাগ থাকবো। প্রশান্ত মনে আত্মপ্রত্যয় এর সাথে প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর লিখব। যা পড়েছে তা পরীক্ষার হলে বসে অনায়াসে মনে  করব।
আমি সবসময় সুন্দর শব্দ ও বাক্য ব্যবহার করে কথা বলব। বিনয় ভালো ব্যবহার দিয়ে আমি সবাইকে জয় করব। সহজ স্বতঃস্ফূর্ততায় প্রত্যয় ও সাহসের সঙ্গে আমি বাবুদের মুখোমুখি হব স্পষ্টভাবে বিনয়ের সঙ্গে প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর দেবো।  আমার সাবলীল বুদ্ধিদীপ্ত উপস্থাপনা সবাইকে মুগ্ধ করবে ইনশাআল্লাহ।


আমি সব সময় স্বতঃস্ফূর্তভাবে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করব ইনশাল্লাহ। যে কোন অন্যায় কামনাকে আমি এখন অনায়াসে না বলবো। আত্মশুদ্ধির পথে আমি অটল থাকবো। ফলাফল নিয়ে আমি কখনোই অস্থির হবো না। সঠিক প্রতিক্রিয়া কাজ করে  যাব।
আমি মুক্তমনে নতুন জ্ঞান গ্রহণ করতে পারি। নতুন গান নিজের ও মানুষের কল্যাণে ব্যবহার করব। আমার মস্তিষ্ক এক অনন্য সুপার জৈব  কম্পিউটার। আমার সকল সাফল্যের নির্ভরযোগ্য সহযোগী।

শিক্ষার্থীর প্রত্যয়ন

আমি শিক্ষার্থী! আলোর অভিযাত্রী! বড় কিছু করার জন্যই আমি পৃথিবীতে এসেছি! নিয়মিত প্রার্থনা করবো। মনোযোগ দিয়ে পড়বো। রুটিন অনুসরণ  করবো। সময়কে ভালো কাজে লাগাবো। সাফল্য আমারি!

1 টি মন্তব্য

নামহীন বলেছেন...

Right bolesen sir

RBFried থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.