Header Ads

What is excavator swing motor?। সুইং মোটর কিভাবে কাজ করে?

সুইং মটর হলো এক ধরনের হাইড্রোলিক ডিভাইস যা হাইড্রোলিক তেলের প্রেসারের মাধ্যমে কাজ করে থাকে। এক্সকেভেটর বুমের সঠিক টার্নিং ফোর্স গঠন করে, ডানে বামে সুইং করার জন্য ব্যবহার করা হয় এবং সঠিক টার্নিং পয়েন্টে ব্রেক করার কাজও করে থাকে। এক্সকেভেটর এর হাইড্রোলিক সিস্টেম পরিচালনা করার জন্য সাধারণত ডিজেল ইঞ্জিন ব্যবহার করা হয়ে থাকে ।খনন কাজের জন্যই মূলত এক্সকেভেটর ব্যবহার করা হয় এছাড়াও বিভিন্ন ধরনের মালা মাল আনলোড এবং রুটিং এর জন্য ইহা ব্যাবহার করা হয়ে থাকে ।



এস্কেভেটর এর সুইমিং মটর বিভিন্ন যন্ত্রাংশ নিয়ে গঠিত এর কয়েকটি প্রধান যন্ত্রাংশ তালিকা দেয়া হলো
1. বাল্ব প্লেট
2. ওয়াশার
3.বড় স্প্রিং
4. ছোট স্পেলিং
5.ফিকশন প্লেট
6. সেপারেশন প্লেট
7. সিলিন্ডার ব্লক
8.বল গাইড
9. পিস্টন
10. রিটার্ন প্লেট
11. ফাস্ট প্লেট ইত্যাদি


কোন মন্তব্য নেই

RBFried থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.