Speed sensor
স্পিড শব্দের অর্থ গতি। Speed sensorএর মাধ্যমে চাকার গতি নির্ণয় করা হয়। বা গাড়ির গতি নির্ণয় করার জন্য এ সেন্সর ব্যবহার করা হয়। স্পিড সেন্সর হলো এক ধরনের টেকোমিটার। এটি একটি ডিভাইস যা একটি গাড়ির চাকার উন্নয়নের গতি নির্ণয় এর জন্য ব্যবহৃত হয়।
Speed সেন্সরএর প্রকার?
বর্তমানে দুই ধরনের স্পিড সেন্সর ব্যবহার করা হয়। একটি হল ম্যাগনেটিক ইন্ডাক্টিভ (প্যাসিভ) এবং অন্যটি ম্যাগনেটো রেজিস্ট্রিভ (সক্রিয়) । অ্যান্টি লক ব্রেক সিস্টেম (ABS) এর প্রথম দিন থেকেই প্যাসিভ সেনসর ব্যবহার করা হয়। এই সেন্সর গুলো জেনারেটর নীতিতে কাজ করে থাকে।
কোন মন্তব্য নেই
একটি মন্তব্য পোস্ট করুন