Header Ads

How do I know if my valve seat is leaking?।আমার ভালভ সিট লিক হচ্ছে কিনা তা আমি কিভাবে বুঝব?

 How do you repair a bad valve seat? আপনি কিভাবে একটি খারাপ ভালভ সিট মেরামত করবেন?

ইঞ্জিন বাল্ব সিট এর মধ্যে লিক আছে কিনা, এটি নির্ণয় করার জন্য ইঞ্জিন মেকানিক  কিছু পরীক্ষা করে থাকে নরমালি একজন ইঞ্জিন মেকানিক দুটি পদ্ধতির মাধ্যমে ইহা টেস্ট করে থাকে এক ইনলেট একজাস্ট স্পোর্টস পোর্ট এর মধ্যে পানি বা অয়েল এর মাধ্যমে আরেকটি পদ্ধতি হলো ইনলেট ও একজাস্ট  এর মধ্য একটি পাইপ লাগিয়ে বাতাসের প্রেসার এর মাধ্যমে এবং বাল সিটের ওপরে অয়েল দিয়ে বাতাসের প্রেসার দিলে যদি পালসিট এর মধ্য দিয়ে বুদবুদ আকারে বাতাস বের হয় তাহলে বুঝতে হবে যে পালসিট লিক করেছে। যদি এটির সমস্যা গুরুতর হয় তাহলে বাল এবং শিট পরিবর্তন করতে হবে। আর যদি সমস্যা তেমন গুরুতর না হয় তাহলে, বাল্বের মধ্যে গ্রাউন্ডিং পেস্ট ব্যবহার করে এই লিকেস দূর করা যায়। যা ভিডিওতে দেখানো হয়েছে।

একটি খারাপ ইঞ্জিন হেড বাল্ব সিট এর চিত্র 

আমরা পূর্বে আলোচনা করেছি যে, বাতাসের মাধ্যমে ইঞ্জিন হেড বাল্ব এর লিকেজ আসে কি না তা নির্ণয় করা যায়, নিন্মে কিভাবে করতে হবে তার একটি চিত্র দেয়া হয়েছে।
বাতাসের মাধ্যমে ইঞ্জিন হেড বাল্ব এর লিকেজ নির্ণয়

ইনলেট ও একজাস্টপোর্ট এর মধ্য দিয়ে অয়েল প্রবেশ করিয়ে বাল্ব সিটের মধ্যে লিক আছে কিনা তা নির্ণয় করা যায়, ওয়াল প্রবেশ করানোর পর যদি দেখা যায় যে বাল্ব সিটের জয়েন এর কোন এক জায়গা দিয়ে অয়েল চুইয়ে পড়ে তাহলে বুঝতে হবে বাল্ব সিটে লিকেস আছে যদি বাল্ব সিটের মধ্যে লিক থাকে তাহলে ইঞ্জিন স্টার্ট হতে সমস্যা হবে এমনকি ইঞ্জিন স্টার্ট নাও হতে পারে। 
তেল এর মাধ্যমে ইঞ্জিন হেড বাল্ব এর লিকেজ নির্ণয়

খারাপ ভালভ সিট মেরামত

কোন মন্তব্য নেই

RBFried থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.