Forklift servicing। ফর্কলিফ্ট সার্ভিসিং
Forklift servicing কেন করবো?
ভারী মালামাল লোড ইং আনলোডিং এর জন্য ফর্ক লিফট একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, ইন্ডাস্ট্রিয়াল ফ্যাক্টরি গুলোতে চকলেটের বেশি ব্যবহার দেখা যায়, এছাড়াও লোডিং আনলোডিং বন্দরগুলোতে ও এর ব্যবহার হয়ে থাকে।ছোট থেকে বড় যেকোনো ধরনের ইন্ডাস্ট্রিয়াল ফ্যাক্টরিতে এখন ফর্কলিফ্ট ব্যবহার করা হয়, তাই ফর্কলিফ্ট গুলো, তাই এই ফর্কলিফ্ট গুলো ড্রাইভ করার জন্য দক্ষ লোকের প্রয়োজন হয়, বাংলাদেশ এই হেভি ভেহিকেল গুলো চালনা করার জন্য দক্ষ লোকের খুবই অভাব, বিভিন্ন ট্রেনিং এর মাধ্যমে বাংলাদেশের বেকার যুবকদের যদি এই পেশায় আনা যায় তাহলে কিছুটা হলেও বাংলাদেশের বেকার সমস্যা দূর হবে বলে মনে করা হয়। এই ফকলিপ গুলো সঠিকভাবে রক্ষণাবেক্ষণ না করলে, সঠিকভাবে চালনা করা সম্ভব হয় না এবং অতি তাড়াতাড়ি এগুলো অকেজো হয়ে পড়ে। তাই এবার ফর্কলিফ্ট রক্ষণাবেক্ষণ নিয়ে একটু আলোচনা করব ইনশাল্লাহ। ফর্কলিফ্ট স্পেয়ার পার্টস গুলো বাংলাদেশ এভেলেবেল না থাকায় ব্যবহারকারীদের খুবই সমস্যায় পড়তে হয়। কিছু নির্দিষ্ট সাপ্লায়ার কোম্পানি এইসব খুচরা যন্ত্রাংশ বিক্রি করে থাকেতাদের সাথে কিভাবে যোগাযোগ করা যায় ইনিও কথা বলবো ইনশাল্লাহ।
Forklift এর servicing Time.
সাধারণত সব ধরনের ফর্কলিফ্ট 250ঘন্টা অন্তর অন্তর সিডিউল সার্ভিসিং করা হয়ে থাকে এই শিডিউল সার্ভিসিং এর মধ্যে পরিবর্তন করতে হয়। ১। ইঞ্জিন অয়েল। ২। মবিল ফিল্টার। ৩। ফুয়েল ফিল্টার। ৪। সোহেল ওয়াটার সেপারেটর। ৫। ফুয়েল স্টেইনার। এবং ৫০০ ঘন্টা পর এয়ার ফিল্টার পরিবর্তন করতে হয়। 2000 ঘন্টা অন্তর অন্তর হাইড্রোলিক সিস্টেম এর, ১। হাইড্রোলিক অয়েল, ২। হাইড্রোলিক ফিল্টার রিটার্ন, ৩। হাইড্রোলিক ফিল্টার সাকশন। ট্রানস্মিশন অয়েল, ৪। ট্রান্সমিশন ফিল্টার, ৫। হাইড্রোলিক স্টেইনার ইত্যাদি পরিবর্তন করতে হয়। সেই সাথে ফর্কলিফ্ট মুভি অংশগুলো অবশ্যই গ্রিজি করতে হয়।
কোন মন্তব্য নেই
একটি মন্তব্য পোস্ট করুন