ভেপার কম্প্রেশন রেফ্রিজারেশন সাইকেল
ভেপার কম্প্রেশন রিফ্রজেরেশন সাইকেল বহুল প্রচলিত ব্যবহৃত সাইকেল এর মধ্যে অন্যতম, আবাসিক বাসা-বাড়িতে সাধারণত এসি এবং রেফ্রিজারেটরের সাধারণত এই সিস্টেম ব্যবহার করা হয়ে থাকে। কম্প্রেশন রিফ্রজেরেশন সিস্টেম গুরুত্বপূর্ণ যন্ত্রাংশঃ ১। কম্প্রেশ্বর। ২। কুলিং কয়েল বা ইভাপোরেটর। ৩। কনডেনসার। ৪। এক্সপানশন ডিভাইস। ৫। কন্ট্রোল ডিভাইস বা রিসিভার। ৬। একুমুলেটর।
ক) কম্প্রেসরের কাজঃ কম্প্রেশ্বর ইভাপোরেটর হতে আগত হিমায়ক কে উচ্চচাপে ও তাপে কনডেনসারের প্রেরণ করে । কনডেনসারের হিমায়ক ঘনীভবনের উপযোগী উচ্চ চাপ সৃষ্টি করে। ইভাপোরেটর তরল হিমায়ক বাষ্পায়নের উপযোগী নিম্নচাপ সৃষ্টি করে এবং হিমায়ন চক্রে হিমায়ক সঞ্চালন করে।
খ) ইভাপোরেটরের কাজ হল- এক্সপানশন ডিভাইস হতে আগত তরল হিমায়কের কাছে তাপ বর্জন করে ঠান্ডা হওয়া। ইভাপোরেটরের তাপ গ্রহণ করে তরল হিমায়ক বাষ্পীভূত হয়, ফলে ইভাপোরেটর প্রচুর ঠান্ডা হয়। এবং এর মাধ্যমেই চেম্বার কে ঠান্ডা করা হয়ে থাকে।
গ) কনডেনসার এর কাজ হলঃ কম্প্রেসর থেকে আগত অতি উত্তম বাষ্পীয় হিমায়ক কে ঘনীভবনের মাধ্যমে তরলে পরিণত করা। অর্থাৎ সুপারহিট বর্জন। সম্পৃক্ত রূপান্তর করে। এবং সাপোর্ট করা কনডেনসারের কাজ।
ঘ) এক্সপানশন ডিভাইস এর কাজঃ এক্সপানশন ডিভাইসের কাজ হল- ইভাপোরেটর হিমায়কের প্রবাহ নিয়ন্ত্রণ করা এবং ইভাপোরেটর চাহিদা অনুসারে হিমায়ক প্রেরণ করা।
ঙ) রিসিভার বা কন্ট্রোল ডিভাইসঃ তরল হিমায়ক কে জমা রেখে প্রয়োজন অনুসারে এক্সপানশন ডিভাইসে হিমায়ক প্রেরণ করে এবং অতিরিক্ত চার্জ করা হিমায়ন সংরক্ষণ করে। একুমুলেটর মূলত ফিল্টারিং হিসেবে কাজ করে হিমায়কের মধ্যে যদি কোন ধরনের ফানি বক্তব্য থাকে তাহলে সে পরিষ্কার করে থাকে।
কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তরঃ
১। হিমায়ন চক্র কি?
কোন নির্দিষ্ট স্থান হিমায়ন বা ঠান্ডা করন করার জন্য হিমায়কের সাহায্যে যে চক্র তৈরি করতে হয় তাকে হিমায়ন চক্র বলে।
২। বাষ্প সংকোচন করা হয় কেন? উচ্চ চাপ সৃষ্টি করার জন্য।
৩। বাষ্প সংকোচন হিমায়ন চক্রের কম্প্রেসার এর প্রয়োজনীয়তা কি?
বাষ্পমোচন চক্রের প্রয়োজনীয়তা অপরিসীমঃ যেমন- বাষ্প সংকুচন করে কনডেনসারের উচ্চ চাপ সৃষ্টি করা, কনডেনসারের হিমায়ক কে ঘনীভবনের সাহায্য করা, হিমায়ন চক্রে হিমায়ক এর প্রবাহ সচল রাখা।
৪। প্রবাহ নিয়ন্ত্রণ এর প্রয়োজনীয়তা কি?
হিমায়ন চক্রের সাহায্যে ঠান্ডা পাওয়ার জন্য ইভাপোরেটর নিম্নচাপ সৃষ্টি করার প্রয়োজন হয়। আর এই নিম্নচাপ সৃষ্টি করার জন্য হিমায়ক এর প্রবাহ নিয়ন্ত্রণের প্রয়োজন হয়।
কোন মন্তব্য নেই
একটি মন্তব্য পোস্ট করুন