রেফ্রিজারেশন কাকে বলে। রেফ্রিজারেশন সিস্টেম কত প্রকার।
What is refrigeration
রেফ্রিজারেশন বা হিমায়ন কাকে বলে হিমায়ন শব্দের অর্থ শীতল বা ঠাণ্ডা করুন। কোন নির্দিষ্ট স্থানে তাপমাত্রা যখন পারিপার্শ্বিক তাপমাত্রা থেকে কমিয়ে শীতল করা হয় ঐ শীতল প্রক্রিয়াকে রেফ্রিজারেশনবা হিমায়ন বলে।এই হিমায়ন বা রেফ্রিজারেশন সিস্টেমকে দুই ভাগে ভাগ করা যায়।
1. কনভেনশনাল রেফ্রিজারেশন সাইকেল।
2. নন কনভেনশনাল রেফ্রিজারেশন সাইকেল।
কনভেনশনাল রেফ্রিজারেশন সাইকেল কে তিন ভাগে ভাগ করা যায় যেমনঃ
ক) ভেপার কম্প্রেশন রিফ্রজেরেশন পদ্ধতি।
খ) ভেপার অ্যাবজর্পশন রেফ্রিজারেশন পদ্ধতি।
গ) থার্মোইলেকট্রিক রেফ্রিজারেশন পদ্ধতি।
কোন মন্তব্য নেই
একটি মন্তব্য পোস্ট করুন