Header Ads

Gauge glass। গেজ গ্লাস

গেজ গ্লাস বা সাইট গ্লাস

গেজ গ্লাস বা সাইট গ্লাস হলো এমন একটি ডিভাইস,যার মাধ্যমে কোন তরলের স্তর পর্যবেক্ষণ করা হয়।ইয়া সাধারণত বয়লার,ওয়াটার ট্যাঙ্ক পায়েল ট্যাঙ্ক কম্প্রেশন এবং বিভিন্ন প্রকার তরল সরবরাহ লাইনসহ বিভিন্ন জায়গায় ব্যবহার করা হয়ে থাকে। নিচে আমরা রিফ্রজেরেশন সিস্টেমএবং হইল ডালের হাইড্রোলিক ট্যাংক এ গেজ গ্লাস ব্যবহারের চিত্রসহ আলোচনা করব ইনশাল্লাহ।


রেফ্রিজারেশন সিস্টেমে সাইট গ্লাসঃ

ড্রায়ার এর বাইরের দিকে একটি সেল থাকে। ছেলের এক মাথায় একটি ফিল্টার এবং অপর প্রান্তে একটি স্কিন থাকে। মধ্যবর্তী স্থানের শুষ্ককারক রাসায়নিক পদার্থ বা ড্রাইং এজেন্ট ভর্তি করা থাকে।  রাসায়নিক পদার্থ হিসেবে অ্যাক্টিভেটেড অ্যালুমিনা সিলিকা জেল বা ফিলটার  কোর থাকে। যে সমস্ত ডায়ারের সিলিকা বা ফিলটার কোনো পরিবর্তন করা যায় এগুলোকে রিচার্জেবল ড্রায়ার বলে। ডায়ারের অভ্যন্তরে ফিল্টার স্কিন পরিষ্কার করার জন্য এবং সিলিকা জেল বা অ্যাক্টিভেটেড অ্যালুমিনা পানি পান করার কাজে ব্যবহৃত হয়।

হুইল লোডার এ গেজ গ্লাসঃ

বর্তমানে অনেক হইলো নারে এই গ্লাস গ্যাস ব্যবহার করা হয়ে থাকে । বিশেষ করে অয়েল  ট্যাংক এবং হাইড্রোলিক ট্যাংক দুটি করে মোট চারটি লেভেল গ্যাস ব্যবহার করা হয়ে থাকে এর মাধ্যমে নির্ণয় করা হয় যে অয়েল ট্যাংকার ভিতরে কি পরিমান অয়েল অবশিষ্ট রয়েছে এবং হাইড্রোলিক সিস্টেম এর অয়েল টাংকির ভিতর কতটুকু অবস্থান করছে তা অতি সহজে জানা যায়। এবং এই অয়েল লেভেল গিয়ে যদি নষ্ট হয়ে যায় তাহলে এটা পরিবর্তন করতে হয়।

কোন মন্তব্য নেই

RBFried থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.