Header Ads

Mechanical fuel pump

এখানে আমরা একটি ইঞ্জিনের মেকানিক্যাল ফুয়েল পাম্প এর কার্যপ্রণালী চিত্রসহ আলোচনা করব নশাআল্লাহ৷ একটি ইঞ্জিনের ফুয়েল সিস্টেম বেশ কিছু গুরুত্বপূর্ণ কিছু যন্ত্রাংশের সমন্বয়ে গঠিত৷



যেমনঃ

১) Fuel Tank. ( Diesel Tank)
২) Fuel pre-Filter. ( Diesel filter)
৩) Fuel Transfer Pump.
৪) Fuel water separator. ( Diesel water separator filter)
৫) Fuel Filter. (Diesel filter-2)
৬) Low pressure supply Line. (Diesel pipe Line)
৭) Turbo Boost control Line.
৮) Robert Bosch PED. MW-Injection pump.
৯) Robert Bosch PES. A-Injection pump.
১০) Robert Bosch PES. P-Injection pump.
১১) Fuel Drain Manifold.
১২) High pressure Fuel lines.
১৩) Robert bosch 17mm closed nozzle (Hole type injectors)
১৪) Fuel return to supply tank. over flow line.

একটি ইঞ্জিনিয়ার ফুয়েল সিস্টেম প্রায় ১৪ টি যন্ত্রাংশের সমন্বয়ে গঠিত। যা পর্যায়ক্রমে জানার চেষ্টা করব ইনশাল্লাহ।

১। প্রথমে যে জিনিসটি আসে সেটি হচ্ছে ফুয়েল ট্যাংক।একটি ডিভাইস যার মধ্যে ফুয়েল সংরক্ষণ করে রাখার জন্য ব্যবহার করা হয়।  ফুয়েল ট্যাংক এর সাইজ গাড়ির আকার ভেদে বিভিন্ন রকম হয়ে থাকে।

২। Fuel pre-Filter (জ্বালানী প্রাক-ফিল্টার) এটা হচ্ছে এমন এক ধরনের ফিল্টার যা ফুয়েল ট্যাংক এর পরে ফুয়েল পাম্পের পূর্বে ব্যবহার করা হয়ে থাকে। এই ডিভাইসটি কয়েকটি কাজ করে থাকে। যেমন অয়েল এর মধ্যে যদি কোন প্রাণী থাকে তাহলে সে আলাদা করে দেয়, এবং অয়েল এর মধ্যে কোন ময়লা থাকলে তা ফুয়েল পাম্পের কাছে যেতে দেয় না। এবং এ ফিল্টার এর উপরে ফুয়েল ফিল্টার ব্যবহার করা হয় যা একটি টিউবলের মত কাজ করে।  অর্থাৎ মধ্যাকর্ষণ শক্তির ফলে ফুয়েল ট্যাংকে ফেরত যেতে চাইলে তার বাধা প্রদান করে।

৩। Fuel Transfer Pump  এই ডিভাইসকে solenoid valve  ও বলা হয়ে থাকে। যা একটি বৈদ্যুতিক সংযোগের মাধ্যমে ওপেন এবং ক্লোজ করে দেয়। যা ইঞ্জিন সুইচ ওপেন করার সাথে সাথেই ফুয়েল লাইন ওপেন করে দেয় এবং ইঞ্জিন সুইচ বন্ধ করার সাথে সাথেই ফুয়েল লাইন বন্ধ করে দেয়। 

৪। Fuel water separator এটি মূলত একটি ডিজেল ফিল্টার, যা ডিজেলের মধ্যে যে পানি থাকে সেই পানিগুলো কে ডিজেল থেকে আলাদা করে।  এবং ডেনিস লাইনের মাধ্যমে সেই পানিকে ফেলে দেওয়া হয়। 

৫। Fuel Filter ডিজেলের মধ্যে যে অনাকাঙ্ক্ষিত ময়লা আবর্জনা সূক্ষ্মভাবে মিশে থাকে সেইগুলোকে ধরে ফেলার জন্যই এই নিরাপত্তামূলক ডিভাইস ফুয়েল ফিল্টার ব্যবহার করা হয়ে থাকে।

Low pressure supply Line: ফুয়েল সমস্ত ফিল্টারিং কার্য সম্পন্ন করে Low pressure supply Line প্রবেশ করে।লো প্রেসার সাপ্লাই লাইন হতে  ডিজেল Turbo Boost control Line প্রবেশ করে। এখান থেকে ফুয়েল Robert Bosch PED. MW Injection pump এর মধ্যে প্রবেশ করেন এই সমস্ত কার্যক্রম গুলো ফুয়েল পাম্পের ভিতরে সংঘটিত হয়। ফুয়েল পাম্প এর ভিতরের কার্যপ্রণালী গুলো একটি টপিক এর মধ্যে আলোচনা করব ইনশাল্লাহ।

কোন মন্তব্য নেই

RBFried থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.