Header Ads

ই পাসপোর্ট।ই পাসপোর্ট চেক করার নিয়ম

ই পাসপোর্ট কি?

ই পাসপোর্ট হল এমন এক পাসপোর্ট যাকে বায়োমেট্রিক পাসপোর্ট বলা হয়ে থাকে৷ এটি এমবেডড ইলেকট্রনিক মাইক্রোপ্রসেসর চিপ এই পাসপোর্ট এর মধ্যে লাগানো থাকে৷ আর এই মাইক্রোপ্রসেসর চিপের মধ্যে থাকে বায়োমেট্রিক তথ্য উপাত্ত৷ যা পাসপোর্ট দ্বারি ব্যক্তির পরিচয় প্রমাণের জন্য ব্যবহার করা হয়ে থাকে৷ এই ই পাসপোর্ট এর মধ্যে মাইকোপ্রসেসর চিপ অর্থাৎ কম্পিউটার চিপ এবং এন্টেনা সহ স্মার্ট কার্ড প্রযুক্তি ব্যবহার করা হয়েছে৷ পাসপোর্ট এর সকল গুরুত্বপূর্ণ তথ্য চিপেএ সংরক্ষণ করা হয়৷ বর্তমান সময়ে E-Passport এ যে সকল বায়োমেট্রিক গ্রহন করা হয় তা হলো: ছবি, ফিঙ্গারপিন্ট ও আইরিশ৷ এবং ইলেকট্রনিক বর্ডার কন্ট্রোল ব্যবস্থা (ই বর্ডার) দ্বারা পাসপোর্ট চিপের বাহীরের বায়োমেট্রিক বৈশিষ্ট গুলি তুলনামূলক ভাবে যাচাই করা হয়ে থাকে৷ পাবলিক কী দ্বরনের PKI এর মাধ্যমে পাসপোর্ট চিপ ইলেক্ট্রনিক ভাবে সংরক্ষিত ডেটা যাচাই করা হয়৷ তা এটি সম্পূর্ণরূপে ব্যাস্তবায়িত হয় তা হলে জালিয়াতি করা কঠিন৷ এ পর্যন্ত 120 টিরও বেশি দেশে ই পাসপোর্ট ব্যবহার করা হয়৷ 



ই পাসপোর্ট চেক করার নিয়ম।

আপনি নতুন পাসপোর্ট বা পাসপোর্ট নবায়নের জন্য আবেদন করেছেন? জেনে নিন কিভাবে ই পাসপোর্ট চেক করবেন আপনার হাতে থাকা মোবাইলের ফোনের মাধ্যমে৷ জানতে পারবেন পাসপোর্ট বর্তমানে কোন অবস্থায় আছে৷


ই পাসপোর্ট চেক করার নিয়ম ২০২৩৷E Passport check online 

এজন্য আপনাকে যা করতে হবে তা হলো আবেদনের Online registration ID (OID) Or Application ID লাগবে৷ এই তথ্যগুলি আপনি আপনার আবেদন করার পর Application summary পেইজ থেকে অথবা Registration From থেকে ও আপনি Application ID এবং OID জানতে পারবেন৷ ই পাসপোর্ট চেকঃ ই পাসপোর্ট চেক করতে আপনার হাতে থাকা মোবাইল বা কমপিউটার এর যে কোন ব্রাউজার থেকে www.epassport.gov.bd সাইটে প্রবেশ করুন৷ এর পর check status মেনুতে ক্লিক করুন এবং online registration ID বা Application ID ও জন্ম তারিখ দিন৷ তারপর I am human বাটনে ক্লিক করে আপনার পাসপোর্ট চেক করে নিন৷

কোন মন্তব্য নেই

RBFried থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.