সমাজ বিজ্ঞান। সমাজ বিজ্ঞান কাকে বলে?। সমাজ বিজ্ঞানের জনক কে?
সমাজ শব্দটি বাংলা এর ইংরেজি প্রতিশব্দ হলো Sociology এই শব্দটি ল্যাটিন শব্দ Socious ও logos হতে এসেছে। Socious/Society শব্দের অর্থ হলো সমাজ। Logos শব্দের অর্থ হলো বিজ্ঞান অর্থাৎ Science. সুতরাং Sociology শব্দটির অর্থ হলো সমাজ বিজ্ঞান। এখন আমরা সমাজবিজ্ঞান কাকে বলে এবং সমাজবিজ্ঞানের জনক কে তা জানার চেষ্টা করব ইনশাল্লাহ।
সমাজ বিজ্ঞান কাকে বলে।
মানব সমাজের চারপাশে যা কিছু আছে, তাদের এই সমষ্টিগতভাবে থাকাকে সমাজ বলে। আর এই সমাজ নিয়ে যে জ্ঞান বা বিজ্ঞান আলোচনা করে তাকে সমাজ বিজ্ঞান বলা হয়।
আর এই সমাজ বিজ্ঞানী হলো মানুষের সমাজ বা দলের বৈজ্ঞানিক আলোচনার শাস্ত্র। এই শাস্ত্রে সমাজবদ্ধ মানুষের জীবনের সামাজিক দিক এবং তাদের পারস্পারিক সম্পর্ক নিয়ে আলোচনা করা হয়।
সমাজ বিজ্ঞানী ম্যাকাইভার ও পেজের মতেঃ সমাজ বিজ্ঞান হলোসামাজিক সম্পর্কের আলোচনা।
Hob House এইভাবে সমাজবিজ্ঞানকে সংজ্ঞায়িত করেছেন আর তা হল: The subject matter of sociology is the interaction of human mind.
NL Word এর মত হলঃ সমাজ বিজ্ঞান হলো সমাজের বিজ্ঞানএবং অগ্রগতির সামাজিক প্রেক্ষাপট।
সমাজ বিজ্ঞানের জনক কে?
সমাজ বিজ্ঞানের জনক বলা হয় অগাস্ট কোৎ কে। তিনি একজন ফরাসি দার্শনিক, তাকে সমাজবিজ্ঞানের পিতা বলা হয়। এবং সেই সর্বপ্রথম ১৮৩৮ সালে সমাজ বিজ্ঞান শব্দটি ব্যবহার করেন। তবে ইবনে খালদুনকে সমাজবিজ্ঞানের আদি বা প্রাচীন জনক বলা হয়।
কোন মন্তব্য নেই
একটি মন্তব্য পোস্ট করুন