Header Ads

Good knight । Good knight price in Bangladesh

Good Knight এর রাসায়নিক গঠন: ট্রান্সফ্লুথ্রিন (a.i)-1.60% W/W


Good Knight এর প্রতিষেধক:

কোন প্রতিশোধক জানা নেই লক্ষণগতভাবে এর চিকিৎসা করতে হবে।


Good Knight ব্যবহার নির্দেশিকাঃ

১। Good Knight এর বোতলের কে এফ টি খুলতে হবেএবং মশা ধ্বংসকারী মেশিনেএই তরল ভেপোরাইজার প্রবেশ করাতে হবে।

২। প্ল্যাগ ইন করার পরে চালু করতে হবে।

৩। ভালো ফলাফলের জন্য মেশিনটি ওপেন করার পরে ৩০ মিনিট ঘরের দরজা জানালা বন্ধ রাখতে হবে।  এবং ৩০ মিনিট পরে দরজা জানালা খুলে দিতে হবে।

আরো জানুন > সমাজ বিজ্ঞান কাকে বলে?


Good Knight ব্যবহার বিশেষ সতর্কতাঃ 

১। খাদ্য সামগ্রী খালি খাবারের পাত্র এবং প্রাণিজ খাবার থেকে দূরে রাখুন।

২।  মুখ চোখ এবং ত্বকের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন রাখুন।

৩। ব্যবহারের সময় ইনহেলা এড়িয়ে চলুন।

৪। কীটনাশক ব্যবহার করার সময় বৈদ্যুতিক মেশিন শিশুদের নাগালের বাইরে রাখুন। বিষক্রিয়ার লক্ষণ। নার্ভাসনেস, উদ্বেগ,  কাঁপুনি,  খিচুনি,  ত্বকের এলার্জি,  হাসি ও নাক দিয়ে পানি পড়া এবং জ্বালা হতে পারে।  এদিকে বিশেষ দৃষ্টি রাখতে হবে।


Good knight price in Bangladesh:

এটি ফুল একসেটের দাম ১৫০ টাকা এবং রিফিলের দাম ১২০ টাকা


কোন মন্তব্য নেই

RBFried থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.