আল্লাহর রাসূলের আবির্ভাব৷ জমজম কূপের খননকাজ
এই ঘটনার সারমর্ম এই যে, আব্দুল মোতালেব স্বপ্নে দেখলেন যে তাকে জমজম কূপ খননের আদেশ দেওয়া হচ্ছে, স্বপ্নের মধ্যেই তাকে জায়গাও দেখিয়ে দেওয়া হলো, ঘুম থেকে জাগ্রত হওয়ার পর তিনি জমজম কূপ খনন শুরু করলেন পর্যায়ক্রমে দুটি জিনিস আবিষ্কৃত হলো৷ এগুলো বুনু জোরহাম গোত্র মক্কা থেকে চলে যাওয়ার সময় জমজমে ফেলে দিয়েছিল, এগুলো হচ্ছে তলোয়ার অলংকার এবং সোনার হরিণ আব্দুল মোত্তালেব উদ্ধারকৃত তলোয়ার কাবার দরজায় লাগালেন সোনার দু'টি হরিণ ও দরজায় ফিট করলেন এবং হাজীদের জমজম কূপের পানি পান করানোর ব্যবস্থা করলেন৷ জমজম কূপ আবিষ্কৃত হওয়ার পর আব্দুল মুত্তালিবের সাথে ঝগড়া শুরু করলো ৷ তারা দাবী করলো যে আমাদের ও খনন কাজে যুক্ত করা হোক আবদুল মুত্তালেব বললেন আমি সেটা করতে পারবোনা আমাকে এ কাজের জন্য নির্দিষ্ট করা হয়েছে, কিন্তু কুরাইশরা মানতে চাইল না৷ অবশেষে ফয়সালার জন্য সবাই বনু সা'দ গোত্রের একজন জ্যোতিষী মহিলার কাছে যাওয়ার পথে কিছু নির্দশন দেখলো৷ এতে তারা বুঝতে পারলো যে কুদরতী ভাবে জমজম কূপ খননের দায়িত্ব আব্দুল মুত্তালিব কে দেওয়া হয়েছে৷ সে সময় আবদুল মুত্তালেব মানত করছিলেন যে, আল্লাহতালা যদি তাকে দশটি পুত্র দেন এবং তারা নিজেদের রক্ষার মতো বয়সে উপনীত হয় তবে একজনকে কাবার পাশে আল্লাহর নামে কুরবানী করবেন৷ আব্দুল মুত্তালিবের পুত্র ছিল দশ জন ৷ তারা হলো হারেস, যোবায়ের, আবু তালেব, আবদুল্লাহ, হামযা, আবু লাহাব, সাইদাক, মাকহুম, সাফার, এবং আব্বাস, আব্দুল্লাহ ছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর পিতা৷ আবু লাহাব সাফার এবং আব্বাস আবদুল্লাহর মায়ের নাম ছিল ফাতেমা, সন্তানদের মধ্যে আব্দুল্লাহ ছিলেন সবচেয়ে সুদর্শন চরিত্র এবং স্নেহভাজন তাকে বলা হতো যবীহ বা যবাইকৃত৷ এরূপ বলার কারণ ছিল এই যে, আব্দুল মুত্তালিবের পূত্রদের সংখ্যা 10 হয়ে যাওয়ার পর এবং তারা নিজেদের রক্ষার মতো বয়সে উপনীত হওয়ার পর আবদুল মুত্তালেব তাদেরকে নিজের মানতের কথা জানালেন সবাই মেনে নেন এরপর আব্দুল মোত্তালেব ভাগ্য পরীক্ষায় তীরের গায়ে তাদের সকলের নাম লিখলেন ৷ লেখার পর হোবাল মূর্তির তত্ত্বাবধায়কের হাতে দিলেন তারপর আব্দুল্লাহ নাম উঠল, আব্দুল মুত্তালিব আব্দুল্লাহ নিয়ে জবাই করতে কাবা ঘরের পাশে নিয়ে গেলেন কিন্তু সকল কোরায়শ বিশেষত আব্দুল্লাহর ভাই আবু তালেব বাধা দিলেন৷ তোমরা যদি বাধা দাও তবে আমি মানব পূর্ণ করব কিভাবে? তারা পরামর্শ দিলেন যে আপনি কোন মহিলা সাধকের কাছে গিয়ে এর সমাধান চান আব্দুল মোত্তালেব এক মহিলা সাধকের কাছে গেলেন আব্দুল্লাহ এবং উটের নাম লিখে লটারি করার পরামর্শ দিলেন তবে বললেন যদি আব্দুল্লাহ না উঠে তবে দশটি করে উঠ বারাতে থাকবে যতক্ষণ আল্লাহ খুশি হন এরপর যত টির নাম উঠবে তত্ত্বটি জবাই করবেন, একশত উট হওয়ার পর আব্দুল্লাহ নাম উঠলো ৷ চলমান,,,,,,,,,,,,,,,,,
কোন মন্তব্য নেই
একটি মন্তব্য পোস্ট করুন