Header Ads

আল্লাহর রাসূলের আবির্ভাব৷ আব্দুল্লাহ বিবাহ৷


আব্দুল মোতালিব তার পুত্র আবদুল্লাহ বিয়ের জন্য আমিনা কে মনোনীত করেন৷  আমিনা ছিলেন ওয়াব ইবনে আবদে মান্নাফ ইবনে যোহরা ইবনে কেলারের কন্যা৷  এরা বংশমর্যাদায় কোরীয়নদের মধ্যে সর্বোত্তম বলে বিবেচিত হতো৷ বিবি আমেনা বিয়ের পর পিত্রালয় থেকে বিদায় নিয়ে স্বামীগৃহে আগমন করেন৷  কিছুদিন পর আবদুল মুত্তালেব আব্দুল্লাহকে খেজুর আনতে মদিনায় পাঠান৷ আব্দুল্লাহ সেখানে ইন্তেকাল করেন৷ কোন সীরাত রচিয়তা লিখেছেন যে আব্দুল্লাহ ব্যবসার উদ্দেশ্যে সিরিয়া গিয়েছিলেন৷  কুরাইশদের একটি বাণিজ্যিক কাফেলার সাথে মক্কায় ফিরে আসার সময় অসুস্থ হয়ে মদীনায় অবতরণ করে সেখানে ইন্তেকাল করেন৷ নাবেগা যাআদীর বাড়িতে তার দাফন করা হয়৷ সে সময় তার বয়স ছিল 25 বছর৷ স্বামীর মৃত্যুর সংবাদ পাওয়ার পর আমেনা বেদনা কথিত কন্ঠে আবৃত্তি করলেন৷ বাতহার যমীন হাশেম এর বংশধর খালি হয়ে গেছে৷ মৃত্যু তাঁকে ডাক দিয়েছে এবং তিনি আমি হাজির বলেছেন৷ 

কোন মন্তব্য নেই

RBFried থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.