রাসূলের জন্ম তারিখ
মা হালিমার পরিচয় বনি সা'দ গোত্রের অবস্থান
চারোদিকে অভাব-অনটন৷ আমি মাদী গাধার পিঠে সওয়ার ছিলাম৷ আমাদের কাছে একটি উটনিও ছিল৷ কিন্তু সেই উনি এক ফোটাও দুধ দিত না৷ ক্ষুধার জ্বালায় দুধের শিশু ছটফট করতো৷ রাতে ঘুমাতে পারতাম না আমার বুকের দুধ ছিলনা ৷ উঠনিও দুধ দিত না৷ বৃষ্টি এবং স্বাচ্ছন্দের অপেক্ষায় আমরা দিন কাটাচ্ছিলাম৷ মাদী গাধার পিঠে সওয়ার হয়ে বাড়ি থেকে যাওয়ার সময় গাধা এত ধীর গতিতে চলছিল যে, কাফেলা সবাই বিরক্ত হয়ে গেল৷ দুধ পান করানোর জন্য শিশুর সন্ধানে মক্কায় গেলাম৷ আমাদের কাফেলা মহিলা ছিল সকলের কাছে আল্লাহর রাসূলকে গ্রহণ করতে পেশ করা হল৷ কিন্তু পিতৃহীন অর্থাৎ এতিম হওয়ায় সবাই তাকে গ্রহণ করতে স্বীকার করলো৷ একজন বিধবা মা কি আর দিতে পারবে৷ এ কারণেই আমরা কেউ তাকে নিতে রাজি হয়নি৷
এদিকে আমাদের কাফেলার প্রত্যেক মহিলা কোনো না কোনো শিশু পেয়ে গেল৷ আমি কোনো শিশুই পেলাম না ৷ ফেরার সময় স্বামীকে বললাম খালি হাতে ফিরে যেতে ভালো লাগছে না৷ আমি বরং এই এতিম শিশুকে নিয়ে যাই৷ স্বামী রাজি হলেন বললেন হয়তো ওছিলায় আল্লাহ আমাদের বরকত দেবেন ৷ এরপর আমি তাকে গ্রহণ করলা৷ হযরত হালিমা রাদিয়াল্লাহু বললেন শিশুকে নিয়ে আমি যখন ডেরায় ফিরে এলাম তখন আমার উভয় স্তন ছিল দুধে পরিপূর্ন শিশুটি পেট ভরে দুধ পান করলো এবং তার দুধ ও পেট ভরে দুধ পান করলো এরপর উভয়ে স্বস্থির সাথে ঘুমিয়ে পড়লো৷
অথচ এর আগে আমার সন্তান ক্ষুধার জ্বালায় ঘুমাতে পারতো না৷ এদিকে আমার স্বামী উটনি দোহন করতে গিয়ে লক্ষ্য করলো তার স্তন-দুটি পরিপূর্ণ তিনি এতদিন করলেন যে আমরা তৃপ্তির সাথে পান করলাম৷ বড় আরামের সাথে রাত কাটালাম৷ আমরা আরামের সাথে রাত কাটালাম৷ সকালে আমার স্বামী বললেন খোদার কসম হালিমা তুমি একটি বরকত সম্পন্ন শিশু গ্রহণ করছো৷ আমি বললাম, আমারও তাই মনে হয়৷ এরপর আমাদের কাফেলা রওনা৷ হল আমি দুর্বল গাধার পিঠে সওয়ার হলাম৷ শিশুটি ছিল আমার কুলে৷ গাধা এত দ্রুত পথ চলছিল যে, সব গাধা কে সে ছাড়িয়ে গেল৷ সঙ্গিনী মহিলারা অবাক হয়ে বললো ও আবু জুবায়ের কন্যা এটা কি আশ্চর্য ব্যাপার আমাদের দিকে একটু তাকাও৷ যে গাধার সওয়ার হয়ে তুমি এসেছিলে এটা কি সেই গাধা৷ আমি বললাম হাঁ সেটিই৷ তারা বলে এর মধ্যে নিশ্চয়ই বিশেষ কোনো ব্যাপার আছে৷
কোন মন্তব্য নেই
একটি মন্তব্য পোস্ট করুন