হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনা চাকের ঘটনা বা ওপেন হার্ট সার্জারি
দুধ ছাড়ানোর পরও শিশু মোহাম্মদ বনু সা'দ গোত্রেই ছিলেন৷ তাঁর বয়স যখন চার অথবা পাঁচ বছর তখন সিনা চাকের ঘটনা ঘটে অর্থাৎ ওপেন হার্ট সার্জারির ঘটনা ঘটে৷ এ ঘটনার বিস্তারিত বিবরণ মুসলিম শরীফে হযরত আনাস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম অন্য শিশুদের সাথে খেলা করছিলেন৷ জিবরাঈল (আঃ) তাকে শুইয়ে বুক চিরে দিল বের করলেন৷ এরপর দিল থেকে একটি অংশ বের করে বললেন এটা তোমার মধ্যে শয়তানের অংশ৷ এরপর দিল একটি তশরিতে রেখে জমজম কূপের পানি দিয়ে ধুয়ে নিলেন৷ তারপর যথাযথ স্থানে স্থাপন করলেন৷ অন্য শিশুরা ছুটে গিয়ে বিবি হালিমার কাছে বললো মোহাম্মদ কে মেরে ফেলা হয়েছে৷ পরিবারের লোকেরা ছুটে এলো৷ এসে দেখল তিনি বিবর্ণ মুখে বসে আছেন৷ (সহিঃ মুসলিম আল-আসরা অধ্যায়ঃ প্রথম খণ্ড পৃষ্ঠা নম্বর 92)
কোন মন্তব্য নেই
একটি মন্তব্য পোস্ট করুন