The first soldier of Islam (সাবেকীনে আউয়ালীন)
ইসলামের প্রথম পর্যায়ে কিছু সৈনিক
রসূল সর্বপ্রথম তাদের কাছেই দ্বীনের দাওয়াত দেবেন, যারা তার নিকট আত্মীয় যাদের সাথে রয়েছে তার গভীর সম্পর্ক এটাই স্বাভাবিক, প্রথম পর্যায় যারা ইসলাম গ্রহণ করে এরা প্রিয় রাসূলের সততা সত্যবাদিতা ও মহানুভবতার সম্পর্কে কখনোই কোনো প্রকার সন্দেহ করতেন না৷ ইসলামের ইতিহাসে এরা " সাবেকীনে আউয়ালীন“ নামে পরিচিত এদের মধ্যে শীর্ষ তালিকায় রয়েছে রসুলের সহধর্মিনী উম্মুল মুমিনীন খাদিজা বিনতে খুওয়াইলেদ৷ তার মুক্ত করা ক্রিতিদাস জায়েদ ইবনে সাবেদ ইবনে সরাহবিল কালবি৷ চাচাতো ভাই হযরত আলী ইবনে আবু তালেব যিনি সেসময় তার পরিবারে প্রতিপালিত হচ্ছিল এবং তার ঘনিষ্ঠ হযরত আবু বকর সিদ্দীক রাদিয়াল্লাহু আজমাইল৷ ইসলাম গ্রহণের পর হযরত আবু বক্কর সিদ্দিক রাদিয়াল্লাহু ইসলাম প্রচারে আত্মনিয়োগ করেন তিনি ছিলেন সর্ব জনপ্রিয় উত্তম চরিত্র এবং উদার মনের মানুষ চমৎকার ব্যবহারের কারণে সব সময় মানুষ তার কাছে আসা-যাওয়া করত তার চেষ্টায় হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু, হযরত৷যোবায়ের (রাঃ) হযরত আব্দুর রহমান হযরত সা'দ ইবনে আবু ওয়াক্কাস ও হযরত তালহা ইবনে ওবায়দুল্লাহ (রাঃ) প্রমুখ ইসলাম গ্রহণ করেন৷ এরা ছিলেন ইসলামের প্রথম সারির সৈনিক৷ প্রথম দিকে ইসলাম গ্রহণকারীদের মধ্যে হযরত বেলাল সহ বেশ কয়েকজন ছিল৷ এরা গুপনে ইসলাম গ্রহণ করেছিলেন৷ সূরা মুদ্দাসসির এর প্রথম কয়েকটি আয়াত নাযিল হওয়ার পর ঘনঘন ওহী নাজিল হচ্ছিল এসব প্রায় একই ধরনের আকর্ষণীয় শব্দ এসব আয়াত গীতা এবং কাব্যময় পরিবেশের সাথে সেই সব আয়াত পুরোপুরি খাইয়ে যেত৷ এসব আয়াতে তাজকিয়ায়ে নফস বা আত্মার শুদ্ধি ও সুন্দর এবং দুনিয়ার মায়াজাল জড়িয়ে যাওয়ার কুফল উপর সম্পর্কে আলোকপাত করা হয়েছে৷ এছাড়া বেহেশত ও দোযখের বিবরনএমন ভাবে উল্লেখ করা হয়েছে যেন চোখের সামনে দেখা যাচ্ছে৷ এ সকল আয়াত এমনসব স্থান পরিভ্রমণ করিয়ে আনছিল প্রচলিত পরিবেশ সে সম্পূর্ণ নতুন৷
নামাযের আদেশঃ
প্রথমে যা কিছু নাযিল হয়েছিল এর মধ্যে নামাযের আদেশ ছিল৷ মোতালেব ইবনে সুলাইমান বলেন মুসলিম শুরুতে আল্লাহতালা দু'রাকাত নামায সকলে সকালে এবং দু'রাকাত নামায সন্ধ্যার জন্য নির্দিষ্ট করেছিলেন কেননা আল্লাহ তা'আলা বলেন সকাল এবং সন্ধ্যায় তোমরা প্রতিপালকের প্রশংসার সাথে তার সেজদা কর৷ ইবনে হাজার বলেন প্রিয় রসূল এবং তাঁর সাহাবায়ে কেরাম মেরাজের ঘটনা আগেই নামাজ আদায় করতেন তবে এ ব্যাপারে মতভেদ রয়েছে যে পাঁচ ওয়াক্ত নামাজের আগে, অন্য কোন নামাজ ফরজ ছিল কিনা৷ কেউ কেউ বলেন সূর্য উদয় হওয়ার আগে এবং অস্ত যাওয়ার আগে এক এক নামাজ ফরজ ছিল৷
কোন মন্তব্য নেই
একটি মন্তব্য পোস্ট করুন