Header Ads

আমাদের আসল শত্রু কে?

featured

সংসার চক্রে  আবর্তনকালে প্রাণীগণ অগণিত জন্ম গ্রহণ করতে হয়েছে। সে অগণিত জন্মের মধ্যে কত যে পাপ কত যে পুণ্য করেছে তা গণনাতীত। কর্ম দুটিই প্রাণীগণের সাথে সাথে ছায়ার ন্যায় গমন করে।পাপের ফলে বহু আপদ-বিপদ, বাঁধা-বিপত্তি, শত্রুর কবলে পড়ে দুঃখে জর্জড়িত হতে হয়। পুণ্যের সুফল অবশ্যই সুখের। প্রত্যেকের জীবনে শত্রুতা রয়েছে।

featured


কোন সূত্র থেকে আমাদের দূরে থাকতে হবে?

যারা তোমাদের অর্থ-সম্পদ ছিনিয়ে নিতে চায় তারা অপেক্ষাকৃত নিম্ন পর্যায়ের শত্রু। কিন্তু যারা তোমাদেরকে আল্লাহর সত্য দীন থেকে বিচ্যু করে দিতে চায় তারাই তোমাদের উচ্চপর্যায়ের অর্থাৎ নিকৃষ্টতম শত্রু। কারণ প্রথম শত্রুটি তোমাদের বৈষিক ক্ষতি করতে চায়, কিন্তু দ্বিতীয় শত্রুটি চায় তোমদেরকে আখেরাতের চিরন্তন আযাবের মধ্যে ঠেলে দিতে এবং এজন্য সে তার সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। তাই আমাদের দ্বিতীয়  শত্রু থেকে অবশ্যই সাবধান থাকতে হবে


featured

 

জিহাদ অর্থ হচ্ছে কোন উদ্দেশ্য অর্জনে নিজের সর্বাত্মক প্রচেষ্টা নিয়োজিত করা এটি নিছক যুদ্ধের শব্দের সমার্থক শব্দ নয়, যুদ্ধের জন্য আরবিতে কতাল রক্তপাত শব্দ ব্যবহার করা হয় জিহাদের অর্থ তার চাইতে ব্যাপক এবং সব রকমের চেষ্টা-সাধনা এর অন্তর্ভুক্ত মুজাহিদ এমন এক ব্যক্তিকে বলা হয় যে সর্বক্ষণ নিজের উদ্দেশ্য সাধনে নিমগ্ন, যার মস্তিষ্ক সবসময় উদ্দেশ্য সম্পাদনের উপায় কৌশল উদ্ভাবনে ব্যস্ত তারপরও লেখনি উদ্দেশ্য পরিচিত মুজাহিদের হাত-পা শরীর প্রতিটি অঙ্গ-প্রত্যঙ্গ জিহাদের উদ্দেশ্য সম্প্রদায়ের জন্য সারাক্ষণ চেষ্টা-সাধনা পরিশ্রম করে যাচ্ছে জিহাদের অর্থ উদ্দেশ্য পূর্ণ করার জন্য সে নিজের সম্ভাব্য উপায়-উপকরণ নিয়োগ করে পূর্ণ শক্তি দিয়ে এই প্রথম এই পথে সমস্ত বাধা বেলা করে এমনকি শেষ পর্যন্ত যখন প্রাণ উৎসর্গ করার প্রয়োজন দেখা দেয় তখন তা নির্দ্বিধায় এগিয়ে যায় এর নাম জিহাদ, আর আল্লাহর পথে জিহাদ হচ্ছে ওই সব কিছু একমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য করতে হবে, এই দুনিয়ার একমাত্র আল্লাহর দ্বীন তথা আল্লাহর প্রদত্ত জীবনবিধান প্রতিষ্ঠিত হবে এবং আল্লাহর বাণী বিধান দুনিয়ার সমস্ত মতবাদ চিন্তাও বিধানের উপর বিজয় লাভ করবে মুজাহিদের সামনে এছাড়া আর দ্বিতীয় কোন উদ্দেশ্য নেই


কোন মন্তব্য নেই

RBFried থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.