আপনি জানেন কি ”বাহিরা সায়েবা ও ওয়াসিলা এবং হাম” কাকে বলে?
মূর্তিদের সন্তুষ্টি পাওয়ার একটা উপায় তারা এই নির্ধারণ করেছিল যে উৎপাদিত ফসল এবং চতুষ্পদ পশুর মধ্যে বিভিন্ন ধরনের মানত করতো ৷ যেমন আল্লাহ তা'আলা বলেন, তারা তাদের ধারণা অনুসারে বলে, এইসব গবাদিপশু ও শস্যক্ষেত্র নিষিদ্ধ ৷ আমরা যাকে ইচ্ছা করি সে ছাড়া কেউ তা আহার করতে পারবে না না এবং গবাদি পশুর পিঠে আরোহন নিষিদ্ধ করার সময় তারা আল্লাহর নাম নেয় না ৷
এইসব পশুর মধ্যে ছিল বাহিরা সায়েবা ও ওয়াসিলা এবং হাম ৷ ইবনে ইসহাক বলেন বাহিরা
ওয়াসিলা সেই বকরীকে বলা হয়, যে বকরি দুটি করে পর্যায়ক্রমে পাঁচবারে
১০টি বাচ্চা প্রসব করে এর
মধ্যে কোন নর বাচ্চা দেয় না। এই বকরীকে ওয়াসিলা বলার কারণ, যেহেতু তা মাদি
বাচ্চা কে
পরস্পরের সাথে জুড়ে দেয় ৷ এরপর এই বকরি
ষষ্ঠবারে যে বারে যে বাচ্চা প্রসব করে সেই বাচ্চার
গোশত শুধু পুরুষেরা খেতে পারতো, মহিলাদের জন্য তা নিষিদ্ধ, তবে কোন মৃত
বাচ্চা প্রসব করলে সেই বাচ্চা নারী-পুরুষ সবাই খেতে পারে৷
কোন মন্তব্য নেই
একটি মন্তব্য পোস্ট করুন