What is an engine and how many types of engines are there । ইঞ্জিন কি এবং ইঞ্জিন কত প্রকার ও কি কি?
The engine is an automatic device that converts heat energy into mechanical energy ৷ ইঞ্জিন একটি স্বয়ংক্রিয় যন্ত্র বিশেষ যা তাপ শক্তিকে যান্ত্রিক শক্তিতে পরিণত করে ৷
ইঞ্জিন জ্বালানির ভেতর সঞ্চিত রাসায়নিক শক্তি কে বাতাসের সহায়তায় দহন ঘটিয়ে তাপশক্তি উৎপন্ন করে এবং ঐ তাপ শক্তিকে ঘূর্নয়ন ( Rotational) বা যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করে৷ ইঞ্জিন দ্বারা উৎপন্ন ঘূর্ণায়ন বা যান্ত্রিক শক্তিকে বিভিন্ন কাজ সমাধা করতে ব্যবহার করা হয়৷ জ্বালানির দহন ইঞ্জিনের কোন স্থানে সংগঠিত হচ্ছে তা বিবেচনায় আনলে ইঞ্জিন কে দুই ভাগে ভাগ করা যায়৷
যথা: 1. Internal Combustion Engine ৷ অন্তর্দহন ইঞ্জিন.
2. External Combustion Engine ৷ বহির্দহন ইঞ্জিন.
1. অন্তর্দহ ইঞ্জিন (Internal Combustion Engine) এর সংজ্ঞাঃ
A. যে ইঞ্জিনে জ্বালানির দহন এবং কার্যকরী বস্তু সম্প্রসারণ ইঞ্জিনের মধ্যস্থিত সিলিন্ডারের অভ্যন্তরে সংঘটিত হয় তাকে অন্তর্দহ ইঞ্জিন বলে যেমন পেট্রোল ইঞ্জিন ডিজেল ইঞ্জিন ইত্যাদি ৷
2. বহির্দহন ইঞ্জিন ( External Combustion Engine)
B. যে ইঞ্জিনের জ্বালানির দহনে ইঞ্জিন সিলিন্ডার এর বাইরের কোন চুল্লিতে সংঘটিত হয় এবং কার্যকরী বস্তু সম্প্রসারণ সিলিন্ডারের ভিতরে ঘটে তাকে বহির্দহন ইঞ্জিন বলে যেমন স্টিম ইঞ্জিন, কয়লা ইঞ্জিন ইত্যাদি৷
A. Internal Combustion Engine । অন্তর্দহ ইঞ্জিন এর বৈশিষ্ট্য ৷
1. জ্বালানি সিলিন্ডারের ভেতর প্রচলিত হয় ৷
2. সিলিন্ডারের ভেতরে কার্য-নির্বাহী বস্তুর তাপ ও তাপমাত্রা বেশি ৷
3. উচ্চচাপ এবং তাপমাত্রার কারণে সিলিন্ডার এবং অন্যান্য যন্ত্রাংশ গুলি বিশেষ সংকর ধাতু দিয়ে তৈরি করা হয় ৷
4. অন্তর্দহ ইঞ্জিন এ বয়লার এবং অন্যান্য যান্ত্রিক সরঞ্জাম ব্যবহার না হওয়ায় ওজনে হালকা এবং কম জায়গা দখল করে ৷
5. অন্তর্দহন ইঞ্জিনের দক্ষতা 35 শতাংশ থেকে 40 শতাংশ ৷
6. এরূপ ইঞ্জিনকে তাৎক্ষণিক চালু করা যায় ৷
7. এই ধরনের ইঞ্জিন সাধারণত একক ক্রিয়াশীল হয়ে থাকে ৷
B. External Combustion Engine । বহির্দহন ইঞ্জিন এর বৈশিষ্ট্য ৷
1. জ্বালানি সিলিন্ডারের বাইরে প্রচলিত হয় ৷
2. সিলিন্ডারের ভিতরে কার্যনির্বাহী বস্তুর তাপ ও তাপমাত্রা কম ৷
3. কম তাপ ও তাপমাত্রার কারণে সাধারণ সংকর ধাতু দিয়ে ইঞ্জিন সিলিন্ডার এবং অন্যান্য অংশ তৈরি করা হয় ৷
4. শক্তি স্থানান্তরের জন্য স্টিম ইঞ্জিনে বয়লার এবং অন্যান্য যান্ত্রিক সরঞ্জাম থাকে যা ওজনে ভারী এবং বেশি জায়গা দখল করে ৷
5. স্টিম ইঞ্জিনের দক্ষতা 15% থেকে 20% ৷
6. এ ধরনের ইঞ্জিন কে তাৎক্ষণিকভাবে চালু করা যায় না ৷
7. এই ধরনের ইঞ্জিন সাধারণত দ্বৈত ক্রিয়াশীল হয়ে থাকে ৷
Classification of I.C Engine-অন্তর্দহ ইঞ্জিন এর শ্রেণীবিভাগঃ
-------------------------------------------------------------------------
1. There are three types of engines according to fuel consumption । জ্বালানির ব্যবহার অনুসারে তিন প্রকার ৷
a. petrol or gasoline Engine । পেট্রোল বা গ্যাসোলিন ইঞ্জিন ৷
b. Diesel Engine ডিজেল ইঞ্জিন ৷
c. Gas Engine গ্যাস ইঞ্জিন ৷
2. There are two types of engines according to the ignition । প্রজ্জ্বলন অনুসারে দুই প্রকার ৷
a. Spark ignition Engine । স্পার্ক ইগ্নেশন ইঞ্জিন ৷
b. Compression ignition Engine । কম্প্রেশন ইগ্নেশন ইঞ্জিন৷
3. There are two types of engines according to the number of strokes required to perform the cycle চক্র সম্পাদনকারী প্রয়োজনীয় স্ট্রোকের সংখ্যা অনুসারে দুই প্রকারঃ
a. Four stroke cycle engine ।চার স্ট্রোক ইঞ্জিন৷
b. Two stroke cycle Engine । দু স্ট্রোট ইঞ্জিন ৷
4. There are three types of engines according to the thermal cycle । তাপগতিশীল চক্রিক প্রক্রিয়া অনুসারে তিন প্রকারঃ
a. Otto cycle engine । অটোচক্র ইঞ্জিন।
b. Diesel cycle engine । ডিজেলচক্র ইঞ্জিন।
c. Dual combustion cycle engine ।দ্বি-প্রজ্জ্বলনচক্র ইঞ্জিন।
5. There are three types of engines according to engine speed-ইঞ্জিনের গতি অনুসারে তিন প্রকারঃ
a. Low speed engine । নি¤œ গতির ইঞ্জিন (500 RPM পর্যন্ত)
b. Medium speed engine । মধ্যম গতির ইঞ্জিন (1000 RPM পর্যন্ত)
c. High speed engine । উচ্চ গতির উঞ্জিন (1000 RPM এর ঊর্ধে¦)
6. According to the method of cooling the engine, there are three types । ইঞ্জিন ঠান্ডা করার পদ্ধতি অনুসারে তিন প্রকারঃ
a. Air cooled engine । এয়ার কুল্ড ইঞ্জিন |
b. Water cooled engine । ওয়াটার কুল্ড ইঞ্জিন।
Evaporative cooling engine । ইভাপোরেটিভ কুলিং ইঞ্জিন।
7. There are three types of engines according to the method of fuel injection । ফুয়েল ইনজেকশনের পদ্ধতি অনুসারে তিন প্রকার.
a. Carburetor Engine। কারবুরেটর টাইপ ইঞ্জিন.
b. Air injection Engine। এয়ার ইনজেকশন ইঞ্জিন.
c. Airless or solid injection Engine। এয়ারলেস বা সলিড ইনজেকশন ইঞ্জিন.
8. There are two types of engines according to the number of cylinders। সিলিন্ডারের সংখ্যা অনুসারে দু প্রকার.
a. Single Cylinder Engine । এক সিলিন্ডার ইঞ্জিন.
b. Multi Cylinder Engine। বহু সিলিন্ডার ইঞ্জিন.
9.There are six types of cylinders in the engine । ইঞ্জিনে সিলিন্ডার সজ্জিত করার বিন্যাস অনুসারে ছয় প্রকারঃ
a. Vertical engine । ভার্টিক্যাাল ইঞ্জিন.
b. Horizontal engine । হরাইজন্ট্যাল ইঞ্জিন.
c. Radial engine । রেডিয়্যাল ইঞ্জিন.
d. V-engine । ভি-ইঞ্জিন.
e. Opposite cylinder engine । আপোজ্ড সিলিন্ডার ইঞ্জিন.
f. Opposed piston engine । আপোজ্ড পিস্টন ইঞ্জিন.
10.Four types according to the position of the valve। ভালভ এর অবস্থান অনুসারে চার প্রকার.
a. I head or inline engine। আই হেড বা ইনলাইন ইঞ্জিন.
b. L head or side valve engine। এল হেড বা সাইড ভালভ ইঞ্জিন.
c. F head engine। এফ হেড ইঞ্জিন.
d. T head engine। টি হেড ইঞ্জিন.
কোন মন্তব্য নেই
একটি মন্তব্য পোস্ট করুন