Header Ads

Happy heart happy life ৷ Moments of change of mind-Sincerity ৷ সুখী হৃদয় সুখী জীবন৷ মন পরিবর্তনের মুহূর্ত-আন্তরিকতা

A heart free from violence is a happy heart. A believer is like a mirror to his brother.

একটি হিংসামুক্ত হৃদয় একটি সুখী হৃদয়৷ একজন ঈমানদার বা বিশ্বাসী মানুষ তার ভাইয়ের আয়নার মত।

A heart free from violence is a happy heart. A believer is like a mirror to his brother.

একটি হিংসামুক্ত হৃদয় একটি সুখী হৃদয়৷ একজন ঈমানদার বা বিশ্বাসী মানুষ তার ভাইয়ের আয়নার মত 

Do not always have to explain your intentions to others - he knows what is in his heart We are all accountable to him, not to any of his creations!

অন্যের কাছে নিজের উদ্দেশ্য গুলো সবসময় ব্যাখ্যা করতে হবে এমনটি করবেন না ৷তিনি জানেন তাঁর হৃদয় কি আছে৷ আমরা সবাই তার কাছে জবাবদিহি করছি তার কোনো সৃষ্টির কাছে নয়!

You will feel emptiness as long as you pour your heart into the love of this world Increase your love for the Hereafter. It will fill your heart If you want to be happy, learn to give Give alms only for the Almighty Almighty, don't consider yourself the best because of your rank or lineage He is the level of taqwa and fear of Allah in your heart and look at him near him.

আপনি এই পৃথিবীর ভালোবাসায় যতক্ষণ আপনার হৃদয় ঝরাবেন ততক্ষণ শূন্যতাবোধ করবেন৷ পরকালের প্রতি ভালোবাসা বাড়িয়ে তুলুন এটি আপনার হৃদয়কে পরিপূর্ণ করবে৷ 

আপনি যদি সুখি হতে চান তবে দিতে শিখুন৷ একমাত্র সর্বশক্তিমান এর জন্যই দান করুন ৷ সর্বশক্তিমান আপনার পদমর্যাদা বা বংশের কারণে আপনাকে সেরা বলে বিবেচনা করবেন না৷ তিনি আপনার হৃদয় তাকওয়া ও আল্লাহ ভীতি স্তর এবং তার নিকটবর্তী তার প্রতি তাকান৷


লোকেরা যখন শান্ত স্তব্ধ স্থির থাকে, তখন তাদের উন্নাসিক বা অহংকারী হিসেবে চিহ্নিত করবেন না৷ তাদের ব্যথা বেদনা লুকিয়ে রাখতে পারে এবং এই সম্পর্কের কথা বলতে পছন্দ নাও করতে পারেন৷ প্রত্যেক ব্যক্তির পেছনে একটি গল্প রয়েছে৷ তারা কেন এমন কেন তাদের ব্যবহার এরকম তার পেছনে একটি কারণ থাকে এজন্যই দয়াবান হওয়ায় এত গুরুত্বপূর্ণ৷ জনসাধারণের সাথে আপনি তেমন আচরন করুন যেমন আচরণ আপনি নিজে পেতে চান, আর যারা সত্যিকারঅর্থে আপনার পথ থেকে দূরে চলে যায় তাদের প্রতি আরও মনোযোগী দিন তাদেরকে কাছে ডাকার চেষ্টা করুন৷ একটি ভালো হৃদয় কে আপনার কাছ থেকে দূরে সরে যেতে দেবেন না৷ মনে রাখবেন কোনভাবে অবহেলিত না হলে কোন হৃদয় শীতল হয়না৷ এই সময়ে ভালো মানুষ কমই পাওয়া যায় সব সময়ই নম্র থাকুন৷ অহংকার কে আপনার হৃদয়ের ঢুকতে দেবেন না৷ আপনার চারপাশের মানুষকে শ্রদ্ধা করুন, তাদের কে ভালবাসুন৷ প্রতিদিন আপনার পথ অতিক্রমকারী লোকদের ওপর প্রভাব সৃষ্টির চেষ্টা করুন৷ অন্যের অনুপ্রেরণার উৎস হবার চেষ্টা করুন৷ আগামীকালের দিনটি আমাদের জন্য কি নিয়ে আসবে তা আমরা কেউই জানিনা৷

আপনি যত জ্ঞানী হোন না কেন সর্বদা নম্র থাকুন মানুষের সাথে ভদ্র ব্যবহার করুন৷ আমাদের হৃদয় এবং অভিপ্রায়কে মাঝেমধ্যেই পরীক্ষা করা উচিত৷ আমাদের মনে রাখতে হবে শয়তান বোকা ছিল না সে ছিল অহংকারী ও অস্বীকারকারী৷ মানুষকে সহায়তা করার জন্য খাঁটি অন্তর এবং নিঃশব্দ প্রার্থনা প্রয়োজন যা সোশ্যাল মিডিয়ার বিপুল সংখ্যক লাইক পাওয়ার চেয়ে অনেক বেশি অর্থবহ৷ যে আপনার জন্য ভালো তার জন্য আপনার পক্ষে ভালো হওয়ার সহজ৷ যে আপনার সাথে ভুল ব্যবহার করে, আপনি যখন তার সাথে ভালো ব্যবহার করতে পারেন, সেদিকে লক্ষ্য রাখা উচিত, এটাই হলো মানুষের জীবনের পরিপক্কতা৷ তিনি সফল যে অনেক বেশি ভেঙে পড়ার পরও অন্যের প্রতি বিনয়ী ও সদয় হওয়ার সাহস যার অন্তরে রয়েছে৷ এই ধরনের লোকদের লালন করুন৷ এদের কাছ থেকে শিখুন৷ যদি আপনি মনে করেন যে আপনি অন্য কাউকে ছোট করে নিজেকে মহীয়ান করে তুলতে পারবেন, তবে দ্বিতীয় বার ভাবুন৷ কাউকে কখনো ছোট করবেন না৷ মনে রাখবেন, যদি তাদের আপনি সহায়তা না করতে পারেন, কমপক্ষে তাদের ক্ষতি করবেন না৷ অথবা তাদের মূল্যহীন ভাবতে দেবেন না, আপনি যাদের মুখোমুখি হন তাদের যথাযথ সম্মান দিন৷ একজন মানুষ যা কিছু ভালো করে তা আবারও তার কাছে কোনো না কোনো উপায়ে ফিরে আসবে৷ আচ্ছা আপনি যদি অন্য কারো জীবনকে উন্নতি করতে সহায়তা করেন তখন সর্বশক্তিমান আপনাকেও আরো উন্নত হতে সাহায্য করার জন্য কাউকে-না-কাউকে প্রেরণ করবেন৷ ভালো কাজ আরো ভালো প্রাপ্তি নিয়ে আসে৷ এটি এভাবেই কাজ করে৷ সত্ত বিষয়টি আমাদের সবার উৎসাহ ও অনুপ্রেরণা জন্য প্রয়োজন এটি আমাদেরকে আরো উপরে নিয়ে যাবে ইনশাল্লাহ৷ প্রত্যেক ব্যক্তির উৎসাহিত করার জন্য কারো কারো প্রয়োজন৷ যে কাউকে এর মধ্যে সেরা দেখা যায়, এই পৃথিবীতে বহু লোক রয়েছে৷ যারা অন্যকে নিচে নামিয়ে আনতে কাজ করে৷ যে কারো জীবনে ইতিবাচক প্রভাব ফেলুন৷ 

আপনি পৃথিবীর যে প্রান্তেই থাকুন না কেন, লোকদের সাথে সদয় হোন এবং সদয় আচরণ করুন৷ তবে এর বদলে কৃতজ্ঞতা বা অন্য কিছু আশা করবেন না৷ পুরষ্কার সর্বশক্তিমানের কাছ থেকেই আসুক এটাই সব সময় মনে প্রানে ধারণ করুন৷ অন্যের জীবনকে কষ্টময় করে তুলবেন না৷ একদিন এটি কোন না কোন ভাবে আপনার কাছেই ফিরে আসবে৷ স্বাচ্ছন্দ তৈরি করুন, যাতে সর্বশক্তিমান আপনার জন্য একই কাজ করেন৷ সবাইকে খুশি করার চেষ্টা করবেন না৷ এটি হবে বিপর্যয়ের একটি নিশ্চিত রেসিপি৷ এর পরিবর্তে নিজের প্রতি সৎ ও নিষ্ঠাবান হন৷ নিষ্ঠাবান আপনার প্রশংসা করবে৷ আমাদের হৃদয় বিশুদ্ধ রাখতে হবে৷ অন্যরা যা চায় তা তাদের করতে দিন ভালো কাজ চালিয়ে যেতে হবে৷ আপনার আলোকে তাদের মতো অন্ধকার ম্রিয়মাণ করবেন না৷ তাদের ওপর উজ্জ্বল হয়ে আলোকিত থাকুন! আপনি যেমন ব্যবহার অন্যের সাথে করবেন তেমনি আচরণ আপনার সাথে অন্যরা করবে এমন আশা করবেন না৷ আমরা যাকে সবচেয়ে বেশি পছন্দ করি এবং ভালোবাসি৷ সে আমার সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত করতে পারে৷ আমি এটি নিয়ন্ত্রণ করতে পারবোনা৷ 

সব সময় অন্যের প্রতি সদয় ও শ্রদ্ধাশীল হতে হবে৷ মনে রাখবেন আপনি তাদের সাথে যেভাবে আচরণ করেছেন তা কোন না কোন দিন আপনার কাছে ফিরে আসবে যেমন কর্ম তেমন ফল পাওয়া যাবে৷ ভালো কাজ চালিয়ে যেতে হবে৷ অন্যের অপকর্মের জন্য আপনার মূল্যবোধ হারাবেন না৷ আপনি যতটা করতে পারেন তথ্যটা অনুপ্রেরণা দিন এটি জীবনকে বদলে দেবে৷ আপনি যত বেশি দেবেন ততবেশি আপনি ফিরে পাবেন৷ এমনটি কি অর্থ না হলেও আপনার সময় কথা এবং পরামর্শ দিন৷ সর্বশক্তিমান আপনাকে বড় ভাবে পুরস্কৃত করবেন এতে কোন সন্দেহ নেই৷ 


আপনার জীবনে বর্তমানে যা ঘটছে তা দেখতে যতই খারাপ লাগুক না কেন, এটি তেমন কোন বিবেচ্য বিষয় নয়, যতক্ষণ আপনি নিষ্ঠার সাথে সর্বশক্তিমান কে সন্ধান করেন, ততক্ষণ যেকোনো কিছু ঘটা সম্ভব৷ তিনি এমন কিছু ঘটান যা আপনার সীমিত ক্ষমতা মন কখনোই উপলব্ধি করতে পারবে না৷ তিনি সাড়া দেবেন এবং এটিই তার প্রতিশ্রুতি৷


আমাদের মনে রাখতে হবে সর্বশক্তিমান আমাদের ভালো কাজগুলো ভুলে যান না৷ আমাদের কখনোই অন্য কারো জন্য নিজের পথ থেকে দূরে চলে যাওয়া যাবে না৷ কারণ সৃষ্টিকর্তার কাছ থেকে কিছুই পালাতে পারে না এমনকি তার উদ্দেশ্য করা কোন ছিটেফোঁটা কাজ নয়৷ বিনিময় ফিরে না পেলেও ভাল কাজ চালিয়ে যেতে হবে মানুষ যা করে তা তিনি ভালোবাসেন৷ 

আপনি ভালো যা কিছুই করেন না কেন, আপনার এবং সর্বশক্তিমান এর মধ্যে একটি সীমিত রাখুন৷ কখনই ভুলে যাবেন না যে তিনি জান্নাতের চাবি ধারণ করেন৷  আপনি যা কিছু করেন না কেন লোকেরা তা নিয়ে কথা বলবে এবং দোষ দেবে তাদের বিচার তাদের করতে দিন সর্বশক্তিমান সর্বজ্ঞ৷ আমরা যখন কাউকে পরামর্শ দিতে যাই এমন ভাবে দেওয়া উচিত যেন লোকেরা আমাদের কথা শুনতে চায়৷ যারা ভুল পথে আছে তাদের সংশোধন করতে এবং সত্তিকারের পথে ফিরে আসতে তাদেরকে সহায়তা করতে হবে৷  একজন মানুষের আন্তরিকতা দীর্ঘ সময় ধরে স্মরণ করতে হবে৷ যখন একজন ভুল পথের মানুষকে সংশোধন করতে যেতে চান তখন আপনাকে আবেগের সাথে তাদের কাছে পৌঁছানোর কোনো উপায় খুঁজে বের করতে হবে৷ কখনও কখনও যখন আপনি পরামর্শ দেন লোকেরা আক্রমণাত্মক হয়ে উঠতে পারে৷ এমনকি আপনি পরামর্শ দেওয়ার আগে যতটা ছিল তার চেয়েও খারাপ হয়ে পড়তে পারে৷ কেবল আপনি যেভাবে পরামর্শ দিয়েছিলেন সে কারণে৷ বিনীত শব্দ ব্যবহার করুন এবং আন্তরিকতা অনুভব করতে দিন৷ 

যখন আমরা সর্বশক্তিমানের কাছে কিছু চাই তখন আমাদের উচিত আস্থা ও দৃঢ়তার সাথে এটি করা যে, তিনি এর উত্তর অবশ্যই দেবেন৷ আমাদের কখনোই অলস মন এবং বিক্ষিপ্ত হৃদয় দিয়ে প্রার্থনা করা উচিত নয়৷ আন্তরিকভাবে প্রার্থনা করুন৷ চাইতে থাকুন৷ ধৈর্য ধরুন এবং হাল ছাড়বেন না

পারলে কম কথা বলুন ভালো কিছু যদি বলা সম্ভব না হয় তবে চুপ করে থাকুন৷ খারাপ কিছু দেখলে সহানুভুতির সাথে পরামর্শ দিন৷ অহংকারী ভাবে নয়! সম্পদ এবং মর্যাদা মুগ্ধ হওয়া বন্ধ করুন৷ এর পরিবর্তে যারা ভালো সময় এবং খারাপ সময় উভয় ক্ষেত্রেই অন্য মানুষের সাথে ভাল আচরণ করেন ৷ তাদের দ্বারা মুগ্ধ হন৷

একটি হিংসামুক্ত হৃদয় একটি সুখী হৃদয়৷ 




অন্যের জন্যে খুশি হন এবং তিনি আপনার খুশিতে খুশি হবেন জেনে রাখুন যে সর্বশক্তিমান এই সিদ্ধান্ত নেন যে কে কি পান 

আমরা যদি কখনও কাউকে সাহায্য করতে না পারি তবে অন্তত পক্ষে কাউকে ক্ষতি করব না  ৷ শেষ পর্যন্ত আমাদের চরিত্র বা গুণগত বৈশিষ্ট্য এবং পণ্যের উপর আমাদের যে প্রভাব পড়েছিল সেটি হিসাব করা হয় ৷  এমন জীবন যাপন করুন যা অর্থবহ হয় ৷  আপনার প্রতিদিনের প্রার্থনা সম্পূর্ণ মনোনিবেশ করা নিজের জন্য চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করুন ৷  পার্থক্য আর বিভ্রান্তির ছুড়ে ফেলে দিন তার প্রতি মনোনিবেশ করুন এবং তার প্রাপ্য তাকে দিন ৷  যারা আপনাকে গড়ে তুলেছে এবং আপনার জন্য ভালো অভিপ্রায় পোষণ করে তাদের সাথে থাকুন ৷  যেসব লোকের সাথে নয় যারা যত্ন নেওয়ার ভান করবে কিন্তু গল্প বানাবে এবং আপনাকে পেছনে ছুরি মারবে ৷ 

সবচেয়ে বড় পরীক্ষা গুলোর মধ্যে একটি হল যদি আপনি অনেক কিছু থাকা সত্ত্বেও নিজেকে নম্র রাখতে সক্ষম হন ৷  অর্থাৎ নিজেকে রাখতে পারেন মহান আল্লাহর জন্য ৷  কুরবানী করুন তিনি আপনাকে আরো বেশি দেবেন ৷  আপনি অন্যকে সবচেয়ে বড় যে উপহার দিতে পারেন তাহল দয়া ৷  কারো যদি প্রয়োজন হয় তবে সাহায্যের হাত বাড়িয়ে দিন ৷  এটি কেবল আপনার পছন্দ এবং শ্রদ্ধা করা লোকদের জন্যই করবেন না৷ এটি সহজ তবে আপনি চিনেন না তাদের জন্য এটি করুন ৷ এ জন্যই রয়েছে একটি দীর্ঘ আদেশ এবং এটি আপনার হৃদয়ের সত্তিকারের অবস্থানটি প্রদর্শন করে৷ সর্বদা সর্বশক্তি মানের কাছে আমাদের অন্তরকে নরম করে দিতে পার্থনা করুন৷ যারা অভাবনীয়ভাবে কষ্টে ভোগে তাদের প্রতিও আমরা সহানুভূতি জানাই৷ আমরা নিজের এবং আমাদের প্রিয়জনের জন্য যেমন করি৷ তাদের জন্য সেরকম অনুরাগ এর সাথে প্রার্থনা করতে শিখি৷ আর সর্বোপরি আমাদের অন্তরংগ থাকুক৷ জীবন হলো আত্মত্যাগ জীবন হলো বাছাই করা৷ আপনি সবকিছু ধারণ করতে পারবেন না৷ কিন্তু যখন আপনি জানেন যে আপনি আপনার স্রষ্টার জন্য করছেন৷ তখন এটি আরও অর্থবহ হয়ে উঠবে নিশ্চয়ই তার পুরস্কার সর্বশ্রেষ্ঠ প্রতিদান৷ 

আপনার যা আছে তাতে সন্তুষ্ট থাকো এবং এতে আপনি সুখী হবেন৷ অল্পতে তুষ্ট থাকুন৷ বড় কিছুর জন্যে কৃতজ্ঞতা জ্ঞাপন করুন৷ তার সিদ্ধান্ত গ্রহণ করুন সেটি সর্বোত্তম৷


কিছু লোক সবসময় আপনার উদ্দেশ্য কে ভুল বুঝে৷ এবং ত্রুটি খুঁজে পেতে পছন্দ করে৷ আপনি যা কিছু করেন না কেন, আপনি তাদের পরিবর্তন করতে পারবেন না৷ তাদের জন্য প্রার্থনা করুন৷ আপনি যখন দেবেন তখন আপনি পাবেন৷ সর্বশক্তিমান তা দেখতে পাবেন৷ নিজেকে জিজ্ঞেস করুন আপনি কি দিচ্ছেন৷ এটি কোন একদিন আপনার কাছে আবার ফিরে আসবে৷ যারা আপনার জন্য ভালো চান এবং আন্তরিক ভাবে আপনাকে সংশোধন করে দেন৷ তাদেরকে ভালোবাসো৷ তাকে নয় যে আপনার দোষ ত্রুটি প্রদর্শন করে বেড়াতে চায়৷


একজন ঈমানদার বা বিশ্বাসী মানুষ তার ভাইয়ের আয়নার মত ৷ 


আপনি যা চান তার জন্য সর্বশক্তিমান কে বলুন৷ আন্তরিকভাবে প্রার্থনা করুন৷ আপনি চান অসুস্থতা থেকে নিরাময়, চাপ থেকে মুক্তি, আপনার সংগ্রামের উত্তরণের একটি উপায়৷ তিনি সাড়া দেবেন তাকে বিশ্বাস করুন৷ আপনি নিজের জন্য যেমন করেন তেমনি ভাবে অন্যের জন্য প্রার্থনা করুন৷ আপনি যাদের পছন্দ করেন না, তাদের জন্য প্রার্থনা করতে ভুলবেন না৷ আপনার যেমন সর্বশক্তিমানের প্রয়োজন,অন্যের আপনার চেয়েও বেশি প্রয়োজন, না হলেও আপনার মতোই প্রয়োজন

Tell the Almighty what you want Pray sincerely You want healing from illness, relief from stress, a way to overcome your struggle He will respond. Trust him Pray for others as you would for yourself Don't forget to pray for those you don't like You need the Almighty as much as you need others, even if you don't need them as much as you do


আপনার পিতা-মাতার সাথে কোন বিষয়ে একমত পোষণ করতে না পারলেও সর্বদা তাদের সম্মান করুন আপনার অহংকার দৃশ্যপটের বাইরে রাখুন এবং তাদের সাথে আন্তরিকতায় কথাবার্তা বলুন আন্তরিক আচরণ করুন আপনার যা প্রয়োজন তা সর্বশক্তিমান কে বলুন আন্তরিকভাবে তার কাছে আপনার হাত উত্থাপন করুন তার পক্ষে কোনো কিছুই অসম্ভব নয় ৷ 

Even if you can't agree with your parents on anything, always respect them, keep your arrogance out of the scene and talk to them sincerely. Be honest. Tell the Almighty what you need Raise your hand to him sincerely. Nothing is impossible for him.


আপনার পা সর্বদা স্থিরভাবে মাটিতে রেখে চলার চেষ্টা করুন এবং নম্র থাকুন৷ যতই তারা খারাপ অবস্থায় থাকুক না কেন৷ অন্যের দিকে হেয়ভাবে ভাবে তাকাবে না৷ মনে রাখবেন আপনি আজকে যাকে নিচু ভাবে দেখছেন৷ তিনি সেই ব্যক্তি হতে পারেন যে আপনাকে আগামীকাল একই অবস্থায় দেখার পর্যায়ে থাকবে এটাই মানুষের জীবন৷ অন্যের জন্য সর্বদা সদয় হোন ইতিবাচক প্রভাব রাখুন, নেতিবাচক স্ট্রিকে বেছে নেওয়ার পরিবর্তে সর্বদা মানুষকে অনুপ্রাণিত করুন এবং তাদের ক্ষমা করুন ৷ মানুষকে প্রশংসা করুন এবং এটি করুন প্রকৃতভাবে ৷ আন্তরিক হোন ৷ আপনার কথা এখন থেকে বছরের-পর-বছর অন্যদের প্রভাবিত করতে পারে ৷ কখনো এ কথা বলবেন না যে ,আপনার দেওয়ার মতো কিছুই নেই ৷ আপনার কাছে সর্বদা কিছু না কিছু দেওয়ার মতো থাকে ৷ এটি আপনার কাছে খুব বেশি মনে হচ্ছে না, তবে সর্বশক্তিমানের কাছে এটি আপনার আশেপাশের ধনী লোকদের কাছ থেকে পাওয়া উপহারের চেয়ে অনেক ভালো এবং অনেক মূল্যবান ৷


আমরা যখন সৃষ্টিকর্তাকে ডাকে তখন আন্তরিকভাবে এবং এমন আত্মবিশ্বাসের সাথে ডাকতে হবে যে তিনি অবশ্যই সাড়া দেবেন সর্বোপরি ধৈর্য ধরুন৷ এবং তার ওপরে বিশ্বাস রাখতে হবে ৷ When we call on the Creator, we must call on Him sincerely and with the confidence that He will respond. Above all, be patient. And you have to believe in him.

আমরা সবসময় জীবনের চরম ভাবে কিছু চাই সর্বশক্তিমানের প্রতি আস্থা রাখুন ৷ বিশ্ব যখন ঘুমায় তখন তার সাথে যোগাযোগ স্থাপন করুন৷ তার সামনে আপনার আন্তরিকতা প্রদর্শন করুন ৷

We always want something in the extreme way of life. Trust in the Almighty Communicate with the world when it is asleep Show your sincerity in front of him

আপনি যখন অন্যের প্রতি শ্রদ্ধার সাথে আচরণ করবেন,সাহায্যের হাত বাড়ান৷ এবং ভাল কাজ করিয়ে দেন তখন আপনি সত্যি কারের বিশ্ববাসীর মুহূর্তপ্রতীক হন৷

আমরা যখন কারো জন্য প্রার্থনা করি তখন তা আন্তরিকভাবে করতে হবে৷ তার মঙ্গলের জন্য প্রার্থনা করতে হবে এবং কখনো খারাপ উদ্দেশ্য রাখা যাবে না৷ আমাদের প্রত্যেকের জন্যই আমাদের প্রত্যেকের প্রার্থনা করা দরকার৷


অন্যের জন্য প্রার্থনা করুন ৷ হা,কেবল নিজের জন্য প্রার্থনা করবেন না৷ এমন সংগ্রামের মুখোমুখি থাকতে পারে যে তারা আপনাকে কখনোই তা বলবে না৷ তাই একক চিন্তা বাদ দিন৷ প্রার্থনা করুন সবার জন্য ৷Pray for others Yes, don't just pray for yourself You may face a struggle that they will never tell you So leave out the single thought Pray for everyone.


আমরা যখন অন্যের কাছ থেকে আরও বেশি আশা করি তখন আমরা হতাশ হই৷ কারণ আমরা তাদের জন্য অতিরিক্ত অনেক দূরে যেতে চাই৷ তবে জেনে রাখুন যে, সব ব্যক্তি আলাদা আলাদা ৷

কেউ তা দেখুক বা না দেখুক আমাদের দৃষ্টিভঙ্গি সব সময় একই রকম হওয়া উচিত ৷ সর্বদা সজাগ হতে হবে৷ যা সঠিক তা করতে হবে এবং সব সময় যা কিছু দিব, তা আমাদের হৃদয় থেকে দিতে হবে ৷

বস্তুগত জিনিসগুলোর সাথে আমাদের যে সংযুক্তি রয়েছে তা বিচ্ছিন্ন করতে হবে ৷ আমাদের যা প্রয়োজন নেই দান করতে হবে ৷ আমরা অনেক প্রশান্ত জীবন পাব এবং মনকে আরো শক্ত ও পরিষ্কার দেখতে পাবো ইনশাল্লাহ৷ 

সত্য কথা বলুন এবং আপনি যা বলেছেন তা প্রকৃতভাবে বুঝান ৷ আপনার কথায় আপনার সম্মান৷ অনেক লোক এমন সব প্রতিশ্রুতি দেয় যা তারা কখনোই পূরণ করার ইচ্ছা করে না ৷

দান করুন বিনিময় কোন কিছু আশা করবেন না৷ এটি একজন মানুষের হৃদয়ের সৌন্দর্য৷ লোকেরা যদি তা না দেখে তাতে কিছু আসে যায় না৷ সর্বশক্তিমান সবকিছু দেখেন এবং হিসাব রাখে


লোকজন সম্পর্কে কোন কিছু অনুমান করবেন না৷ তারা হয়তো এমন ঘটনাবলীর মধ্য দিয়ে যাচ্ছেন যার অভিজ্ঞতা আপনার সম্ভব নেই৷ সম্পর্কে আপনি কিছুই জানেন৷ না সবসময় সদয় হোন৷ 

স্বার্থপর হয়ে উঠবেন না এবং কেবল নিজের সম্পর্কে চিন্তা করবেন না৷ অন্যের প্রয়োজনের প্রতি সংবেদনশীল হন৷ আপনি যদি চান যে তারা আপনার সময়কে সম্মান করুন তবে আপনিও তাদের সম্মান করুন৷ 

প্রত্যেককেই তার ধন সম্পদের বৃদ্ধি চায়৷ আমরা ভুলে যাই যে ,কেবলমাত্র ভাল কাজই আমাদের সাথে যাবে এবং প্রিয়জন আর ধন-সম্পদকে পিছনে ফেলে যেতে হবে আমাদের৷ 

শীর্ষে থাকা মানুষকে হিংসা করবেন না৷ কারণ আপনি উচ্চতর স্থানে উঠলে সেখান থেকে অভিনয় হবে কঠিন ৷ তাই সর্বদা নম্র থাকুন এটি আপনাকে ধীরে ধীরে নামতে সহায়তা করবে৷ 

অহেতুক ক্ষতি থেকে নিজেকে রক্ষা করুন৷ অন্য সবাই যখন আন্তরিকভাবে প্রদর্শিত হচ্ছে তখন আপনি ধীর গতি বজায় রাখুন৷ আপনার হৃদয়ের সুরক্ষার জন্য আন্তরিকভাবে তার কাছে প্রার্থনা করুন ৷

অসুন্দর কিছু কারো জন্য করুন৷ এতে কে প্রথম উপকৃত হচ্ছেন আপনি৷ আপনি স্বাচ্ছন্দ্যবোধ করবেন এবং মহাপুরস্কার তার কাছ থেকে পাচ্ছেন! 

নিজের উপায়-উপকরণের মধ্যে থাকতে হবে এবং উদ্যোগ ছাড়াই দান করতে শিখুন৷ আপনার উদ্দেশ্য ভালো হলে সর্বশক্তিমান দেবেন আগামী জীবনের জন্য প্রস্তুতি নিন!

আপনি কতটা আন্তরিক সে অনুসারে আপনার কাজগুলো পরিমাপ করা হয়৷ আপনার ভাল কাজ এবং প্রচেষ্টায় সবকিছু সোশ্যাল মিডিয়ায় রেখে নষ্ট করবেন না৷Your actions are measured by how sincere you are Don't waste your good work and efforts by keeping everything on social media।

আপনি যখন এমন কাউকে দেখেন যে, তার পথ হারিয়ে ফেলেছে, তখন আপনার সাহায্য তার প্রতি প্রসারিত করুন৷ বিচার করতে যাবেন না এবং অহংকার দেখাবেন না৷ সদয় ভাবে কথা বলুন সহনশীল হন৷ তার জন্য প্রার্থনা করুন ৷

অন্যের কাছে নিজের উদ্দেশ্য গুলো সবসময় ব্যাখ্যা করতে হবে এমনটি করবেন না ৷ তিনি জানেন তাঁর হৃদয় কি আছে৷ আমরা সবাই তার কাছে জবাবদিহি করছি তার কোনো সৃষ্টির কাছে নয়!


অন্যরা যখন আপনার কাছে মিথ্যা কথা বলে, তখন তাদের কাছে সত্যবাদী হন৷ তারা যখন আপনার আস্থার সাথে বিশ্বাসঘাতকতা করে, তখনো সত্যবাদী থাকুন৷ যখন তারা নিচ মানসিকতার পরিচয় দেয় তখনো আপনি হন৷ আপনি নিজের জন্যই সত্যনিষ্ঠা বজায় রাখুন!

যারা সর্বদা তারাকে এবং তাদের সংযোগগুলো নিয়ে গর্ব করে, তাদের সম্পর্কে সতর্ক থাকুন৷ জঙ্গলের রাজা তার শক্তি নিয়ে কখনো গর্ব প্রকাশ করে না! 

সর্বশক্তিমানের কাছে তার কাছাকাছি যাওয়ার আন্তরিক প্রচেষ্টা ছাড়া আপনার ত্বকের রঙ, আর্থিক অবস্থা অথবা অন্য কোন কিছুর মূল্য নেই৷ 

আপনি  যখনই এবং যা কিছু দিতে পারেন এটি ভালো উদ্দেশ্য ব্যয় করুন৷ বিচারের দিন আপনি সবচেয়ে ধনী এবং সবচেয়ে সুখী ব্যক্তিদের মধ্যে  থাকবেন!

 আপনি ভালো কাজ করা সত্ত্বেও যদি আপনাকে না জানে তবে হতাশ হবেন না! সর্বশক্তিমান জানেন এবং ফেরেশতাগণকে বলবেন আপনাকে জান্নাতে পাঠানোর জন্য৷

 

আপনি এই পৃথিবীর ভালোবাসায় যতক্ষণ আপনার হৃদয় ঝরাবেন ততক্ষণ শূন্যতাবোধ করবেন৷ পরকালের প্রতি ভালোবাসা বাড়িয়ে তুলুন এটি আপনার হৃদয়কে পরিপূর্ণ করবে৷ 

আপনি যদি সুখি হতে চান তবে দিতে শিখুন৷ একমাত্র সর্বশক্তিমান এর জন্যই দান করুন ৷ সর্বশক্তিমান আপনার পদমর্যাদা বা বংশের কারণে আপনাকে সেরা বলে বিবেচনা করবেন না৷ তিনি আপনার হৃদয় তাকওয়া ও আল্লাহ ভীতি স্তর এবং তার নিকটবর্তী তার প্রতি তাকান৷You will feel emptiness as long as you pour your heart into the love of this world Increase your love for the Hereafter. It will fill your heart If you want to be happy, learn to give Donate only for the Almighty Almighty, don't consider yourself the best because of your rank or lineage He is the level of taqwa and fear of Allah in your heart and look at him near him.


সর্বশক্তিমান আপনাকে আশীর্বাদ করেছেন এমন জিনিস গুলো দেখতে চারপাশে তাকান৷ কৃতজ্ঞ লোকেরা সুখী মানুষ৷ তারা কম  চাপে থাকেন৷ তিনি আপনাকে আরো দেবেন৷ 

সমাজ আপনাকে তার নিজস্ব মানদণ্ডে বিচার করবে৷ এটিকে তেমন বেশি গুরুত্ব দেবেন না৷ আপনার প্রদর্শিত যত্ন, আপনার শেয়ার করা ভালোবাসা; এসবই অনেক বেশি মূল্যবান৷

সর্বশক্তিমানের কাছে তার চেয়ার কোন প্রিয় নেই যে তার চাহিদা পূরণ করতে সব সময় প্রার্থনা করেন আল্লাহর কাছে৷ পেছনের বিষয় আঁকড়ে থাকবেন না আন্তরিকভাবে চান তিনি জানেন কোনটি সেরা!

 

প্রতিদিন আমরা আরো উন্নত হওয়ার চেষ্টা করি৷  এবং সর্বশক্তিমানের সান্নিধ্য লাভ করার প্রয়াস নেই৷  এটা এত সহজ নয়৷ এটি আমাদের কামনা-বাসনা এবং অহংকার এর বিরুদ্ধে লড়াই!তিনি সব জানেন!আপনি যা গ্রহণ করেন তার চেয়ে বেশি দিতে শিখুন ভদ্র পরিবহন৷ দিনের শেষে, পৃথিবীতে হালকা ভাবে চলাফেরা করুন৷ মনে রাখবেন, আমরা তার রহমত ছাড়া আর কিছুই নই৷ 

মানুষের মধ্যে বাইরে যা আছে কেবল তা নিয়ে মুগ্ধ হবেন না৷  আরো গভীরে তাকান৷ সততা এবং আন্তরিকতার বিষয়টি দেখুন শেষ পর্যন্ত অর্থবহ হয় এই জিনিসগুলো৷ 

আপনি যখন এবাদত এর কাজটিকে কেবল সর্বশক্তিমান আপনাকে আদেশ করেছেন বলেই করেন৷  এবং অন্যের প্রশংসা বা দেখানোর জন্য তা না করেন, তবে সেটাই হয় এবাদতের বিশুদ্ধতম রূপ৷

দুনিয়া আপনাকে সৌন্দর্যের নিজস্ব সংজ্ঞা বিশ্বাস করতে প্ররোচিত করবে৷  তবে শেষ পর্যন্ত, আমরা কেবল সবচেয়ে সুন্দর হৃদয় এবং আত্মাকে স্মরণ করব৷  সমাচার এতটাই ভারাক্রান্ত যে মানুষকে বর্বরভাবে খারিজ করা সহজ৷  করুনাময়ী হওয়ার কথা মনে রাখবেন৷  প্রত্যেককেই নিজস্বভাবে সংগ্রামের মধ্যে রয়েছে৷ 

মানুষের প্রতি সম্মান এর সাথে আচরণ করুন৷ আপনি যদি নিজের জীবনের সর্বশক্তিমানের আশীর্বাদ চান তবে তাকে দেখান যে, আপনি বিশ্বাসে ঘিরে রয়েছে৷  আপনি সর্বদা তাকে সন্ধান করেন৷  তিনি অন্য সবকিছুর ঊর্ধ্বে ৷ 

সর্বশক্তিমান একক, আপনার হৃদয়ে কি আছে তা তিনি জানেন৷  সুতরাং কারো কাছে আপনার নেত্র তা প্রমাণ করতে হবে বলে মনে করবেন না৷  কেবল তিনি গুরুত্বপূর্ণ৷ 

অহংকার থেকে সাবধান থাকুন৷  কেবল নম্বর সর্বশক্তিমানের সান্নিধ্য পেতে পারেন এবং বুঝতে পারেন যে সর্বশক্তিমান ব্যতীত তারা কিছুই নয়৷  অহংকারের মুহূর্তটি যদি আপনার অন্তরের গাঁড়ে তখন সেখানে একটি বাধা তৈরি করে; আপনার এবং আপনার সস্তার মধ্যে তৈরি হয় এই বাধা৷  সর্বশক্তিমানের জন্য নিজেকে বিনীত করুন এবং তিনি পুনরায় আপনাকে উত্থান ঘটাবেন৷ 

আপনি নিজের কথায় সত্যনিষ্ঠ নাকি কেবল আপনি বাস্তবের সাথে সম্পর্কহীন মুখের কথাই বলেছেন তা দেখতে সর্বশক্তিমান আপনাকে পরীক্ষা করতে পারেন৷  

আপনার কাজগুলো কি আপনার কথার মত উচ্চস্বরে কথা বলে? আপনি যা প্রচার করেন তা অনুশীলন করুন এবং তিনি আপনাকে উচ্চ মর্যাদায় উন্নতি করবেন৷  আপনি যখন সর্বশক্তিমানের কাছে পুরোপুরি সমর্পিত  হন, এরপর তিনি আপনাকে কঠিন সময় এবং চ্যালেঞ্জ দিয়ে পরীক্ষা করলে অবাক হবেন না৷  এগুলো আপনাকে তার কাছাকাছি নিয়ে আসে৷  তাকে আন্তরিকভাবে দেখান যে, আপনি তার জান্নাতের যোগ্য!

দানশীল হন৷  এর মানে কি অর্থ প্রদান নয়৷  হাসুন, কেউ কষ্ট দিলে তা মুছে ফেলুন, ভালো কথা বলুন৷  আপনার হৃদয় সুখী হবে! 

আপনার ভালো কাজকে  আপনার এবং সর্বশক্তিমান এর মধ্যে রাখুন৷ প্রশংসা অর্জনের জন্যে এগুলি জনসম্মুক্ষে প্রকাশ করবেন না৷  তিনি জানেন আপনার হৃদয়ে কি আছে হৃদয়কে পরিশুদ্ধ করুন! Put your good deeds between you and the Almighty. Do not publish them in public to gain praise. He knows what is in your heart. Purify the heart!


ছোট ছোট কাজ হোক না কেন, ভালো কাজ করতে কখনোই ক্লান্ত বোধ করবেন না৷  মনে রাখবেন, অনেক সময় সবারই কারো হাতে হাত রাখার প্রয়োজন হয় এবং এমন হৃদয় দরকার হয় যে অন্যের কষ্ট বুঝতে পারে!

বস্তুগত সম্পত্তির দিকে তাকাবেন না এবং এটি দেখে অন্যের অন্যের সম্পর্কে নিজের মত তৈরী করবেন না৷ এটা করা হলে তা গভীর হয়৷  এ নিয়ে উদ্বিগ্ন হন তবে সমস্যাটি আপনার সাথেই থাকবে! 

বিশ্বকে দেখানোর জন্য অন্যের সামনে আপনি নিজেকে যেভাবে তুলে ধরেন তা জনগণের বাইরে আপনার জাতীয় জীবন থেকে আলাদা হওয়া উচিত নয়৷  আপনার যদি বন্ধ দরজার পেছনে কাজের আলাদা ধরন থাকে, তবে আপনার সমস্যা রয়েছে, যার সমাধা করা  আজ প্রয়োজন৷ 

মানুষের সেবা করার সময়, আমাদের স্বার্থপর হওয়ার কোনো অবকাশ নেই৷  বুদ্ধিমানের সিদ্ধান্ত হল চারপাশে যা চলছে তা জেনেশুনে সামনে আগানো ৷ যখন আমরা কেবল সবকিছুতে নিজেকেই বিবেচনা করি তখন শান্তি, স্থিতিশীলতা ইতিবাচক অর্জন করা যায় না৷



 

বিষাক্ত বন্ধুদের কাছ থেকে সাবধান থাকুন ৷  যারা আপনাকে কখনও সহায়তা বা ধন্যবাদ দান করবে না ৷  আপনার কৃতিত্বের জন্য তাদের কাছে কখনো ভালো কথা বা অভিনন্দন পাবেন না ৷  প্রকৃতপক্ষে, নিচে নামার সময় তারা আপনাকে পেছনে লাথি মারার অনেক বেশি সম্ভাবনা রয়েছে৷ এটি সবসময়ের জন্য তাদের সম্পর্কে সত্য প্রতীয়মান হয় ৷  তারা আপনার সব শক্তি নষ্ট করে দেবে! আপনি তাদের সাথে দূরত্ব বজায় রাখুন Beware of poisonous friends. Those who will never give you help or thanks You. will never get good words or congratulations from them for your achievement. In fact, they are more likely to kick you in the back when you go down. It seems to be true about them forever They will waste all your energy! You keep your distance from them.




কোন মন্তব্য নেই

RBFried থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.