জীবন নিয়ে কিছু কথা।মার্জনা অর্থ
ক্ষমা কেবল অন্যের বিষয় নয়৷ এটি আমাদের নিজস্ব আধ্যাত্মিক বিকাশের বিষয়েও ৷ প্রেম এবং ক্ষমা কে আলাদা করা যায় না৷ আমরা যদি সর্বশক্তিমানের পছন্দের জীবনযাপন বেছে নেই, তবে ক্ষমা কে বাদ দিয়ে তা করা যায় না৷ কারণ আমরা সবাই পাপ করি, আমাদের উচিত অন্যকে মার্জনা করা৷
Forgiveness is not just a matter of others It is also about our own spiritual development. Love and forgiveness cannot be separated If we do not choose. the life of the Almighty, then it cannot be done without forgiveness Because we all sin, we should forgive others.
আপনার অভিজ্ঞতা যতই বেদনাদায়ক হোক না কেন লোকের আপনার সাথে যেভাবে আচরণ করেছিল সেভাবে কখনো তাদের সাথে আচরণ করবেন না৷ তাদের থাকতে দিন অথবা দূরে চলে যেতে দিন৷ তারা যেটা ভালো মনে করেন সেটি বেছে নিতে দিন তাদের৷
কেউ যদি এমন কিছু বলে বা করে আপনাকে ত্যক্ত বিরক্ত করে, তা মনে পুষে রাখবেন না৷ এটি সহায়ক নয়, তবে এটি আপনার নিজের মানসিক শান্তির জন্য দরকার৷ শুধু ক্ষমা করে দিন৷ যখন খারাপ কোন কিছু হয়ে যায় তখন তাকে ধন্যবাদ দিতে শিখুন এবং সামনে এগিয়ে যান এটিকে মনে আর ধরে রাখবেন না৷ নিরাময় শুরু করুন এবং এগিয়ে যান৷
অন্যের জন্য কখনো বেদনা কামনা করবেন না৷ তারা হয়তো আপনার কষ্টের কারণ হতে পারে, তবে একই অবস্থার পরিবর্তে তাদের জন্য প্রার্থনা করুন ,এবং তাদের নিরাময়ের আকাঙ্ক্ষা ব্যক্ত করুন৷ সত্যের প্রয়োজন তাদের জন্য সবচেয়ে বেশি৷ যখন কেউ আপনাকে আঘাত করে তখন প্রতিশোধ নেবেন না৷ পরিবর্তে নিজেকে বলুন যে আপনি কখনই এত নিচে নেমে যাবেন না, এবং অন্য কারো সাথে একই জিনিস করবেন না৷ সর্বোপরি অন্যকে আঘাত করার অপরাধ ভূত কে সাথে নিয়ে বাঁচতে যাবেন না৷
যে লোকেরা আপনার সুখে ধ্বংস করার চেষ্টা করে তারা কেবল আপনাকে ঈর্ষা করে৷ তাদের জন্য প্রার্থনা করুন, কারণ সত্যি কথাটি হলো তারা নিজেদের জীবন নিয়ে অসন্তুষ্ট ৷
আপনার সাথে কত খারাপ ব্যবহার করা হয়েছে তা বিবেচনায় রাখবেন, না যেতে দিন এটিকে ৷ প্রতিটি নতুন দিনের পরীক্ষার প্রস্তুতি নিতে জেগে উঠুন আপনার ক্রোধকে সাথে যেতে দেবেন না ৷
যারা আপনার বিরুদ্ধে অন্যায় ভাবে সমালোচনা করেন, আপনাকে ভুল ভাবে বিচার করেন এবং ক্ষতিকারক কথা বলেন, তাদের জন্য প্রার্থনা করুন৷ তাদের সাথে একই ব্যবহার করবেন না৷ প্রতিশোধ এর পরিবর্তে তাদের প্রতি সারাদিন দয়া ও অনুগ্রহ এর সাথে৷
যে আপনার প্রতি অন্যায় করেছে তাকে ক্ষমা করতে সক্ষম হওয়া এবং তার প্রতি আমার আস্থা রাখতে প্রস্তুত থাকা দুটি ভিন্ন বিষয়৷ আপনি অন্যকে বিশ্বাস করতে প্রস্তুত নন বলে আপনাকে দোষী সাব্যস্ত করে অন্যদের অন্যায় সুবিধা নিতে দিবেন না৷ সর্বশক্তিমানের হেদায়েতের সন্ধান করুন৷ তিনি সবকিছু জানেন৷
যিনি আপনার প্রতি এমন ভাবে অন্যায় করেছেন যে, তাকে ক্ষমা করা আপনার পক্ষে কঠিন মনে হতে পারে, এরপরও সত্যি সত্যিই আপনার তাকে ক্ষমা আর চেষ্টা করা উচিত৷ এটি সর্বশক্তিমানের সবচেয়ে প্রিয় কাজ হতে পারে, যা আপনাকে কেয়ামতের দিন জান্নাতে নিয়ে যাবে৷
যারা আপনাকে কষ্ট দিয়েছে তাদের সেই ভাবে কষ্টের কামনা করবেন না৷ তাদের নিরাময় কামনা করুন, তাদের ভালোবাসা কামনা করুন যা হবার হয়ে গেছে সর্বশক্তিমান সব জানে৷
যদি আপনার মন ভাল থাকে তবে আপনি আঘাত পাবেন৷ এটাই বাস্তবতা৷ অন্যরা যাই করুক না কেন, তারা জানেন যে আপনি ক্ষমা করবেন৷ তবে আঘাতটি নিজের ভেতরে পুষে রাখবেন না৷
ক্ষোভ পুষে রাখবেন না৷ তাদের যেতে দিন এবং করুণাময় হন৷ মনে রাখবেন, আপনি যে দয়াটি অন্যকে দেখান, সর্বশক্তিমান আপনাকে সেই দয়া' দেখাবেন৷
Do not keep the anger Let them go and be merciful Remember, the kindness you show to others, the Almighty will show you that kindness.
কখনো আপনার হৃদয়কে শক্ত হতে দেবেন না৷ কেবল কেউ আপনার বিশ্বাসের সাথে বিশ্বাসঘাতকতা করেছে, এর অর্থ এই নয় যে, আপনি অন্যকে বিশ্বাস করতে পারবেন না৷ এটি থেকে শিখুন৷ আপনি বিকশিত হবেন৷
ক্ষমা করতে শিখুন এবং যারা আপনার সাথে অন্যায় করেছে তাদের যেতে দিন, যাতে আপনি হালকা হৃদয় নিয়ে সামনে এগিয়ে যেতে পারেন৷ শান্তি ও সুখ বিরাজ করতে দিন৷
যখন অন্যরা আপনাকে হেয় করে এবং আপনার প্রত্যাশা পূরণ না করে, তখন তাতে নিরাশ হবেন না৷ তাদের জন্য প্রার্থনা করুন৷ মানুষ হিসেবে আমরা নিখুঁত নয়৷ নিখুঁত শুধু সর্বশক্তিমান৷
When others despise you and do not meet your expectations, do not despair Pray for them As human beings. we are not perfect Only. the Almighty is perfect.
আপনার অহংকার কে কবর দিন৷ এর পরিবর্তে দয়াবান জীবন যাপন করতে শিখুন৷ দয়াবান হয়ে বেঁচে থাকুন৷ আপনি একজন অনেক সুখী ব্যক্তি হিসেবে বিদায় নিতে পারবেন৷ সমস্যাটি হল, আমরা অন্যের মধ্যে ত্রুটিগুলো দ্রুত অবলোকন করি, কিন্তু তাদের মধ্যে থাকা ভালো গুলো অপেক্ষা করি৷ অন্যকে ক্ষমা করুন, যদি আপনি সর্বশক্তিমানের প্রত্যাশা পূরণ করেন চান ৷
যত বেশি সময় আপনি আপনার হাত ধরে রাখবেন তাতে ততো বেশি ক্ষতি এবং বিনষ্ট করতে পারে৷ এই ধরনের অসুস্থ অনুভূতিগুলোকে বিদায় দিন এবং এবং সেগুলো আপনার মনে উদ্যোগ করতেই দেবেন না৷
লোকের আপনাকে কতটা ঘৃণা ও দুর্ব্যবহার করলে সেটি কোন বিষয় নয়, তাকে আপনি নিজের বিনয়ী হাওয়াকে বিসর্জন দেবেন না৷ তাদেরই স্তরে আপনি নামবেন না৷ সর্বশক্তিমান হাতে ছেড়ে দিন তাদের বিষয়টি৷ তিনি সব জানেন৷ পরাক্রমশালী৷ যারা আমাদের প্রতি অবিচার করেছে তাদের আমরা যেন ঘৃণা করি৷ আমরা তাদের ক্ষমা করি এবং বাকি টি আপনার কাছে ছেড়ে দেই৷ আপনি সর্বাধিক ন্যায়কারী, আপনি সেরা বিচারক৷
কিছু লোক আপনার শান্তি বিঘ্নিত করার পথ ছেড়ে চলে যাবে৷ তাদের সংকীর্ণ নাটকটিকে আপনার ওপর চাপ সৃষ্টি করতে দেবেন না৷ এটিকে অন্তরে পুষে রাখবেন না৷ এসবকে তার পথে যেতে দিন৷
Some people will leave the way to disturb your peace Don't let their narrow drama put pressure on you Do not keep it in your heart Let all this go its way.
কখনো কখনো, জানেন যে আপনি ঠিক জায়গায় আছেন৷ প্রকৃতপক্ষে, এটি একেবারেই সুস্পষ্ট হতে পারে যে আপনি কোথায় আছেন কিন্তু কেবল শান্তির স্বার্থে, আপনি অবস্থান ছেড়ে দিতে শিখুন৷
অন্ধের ভুলের দিকে আঙুল তোলা বন্ধ করুন। এমন ভুল আমরা সবাই করি। অন্যের দোষ দেখা সহজ, ধৈর্যশীল হৃদয় তৈরি করুন যাতে আপনি সবার কথা শুনতে পারেন।
Stop pointing fingers at the blind man's mistake. We all make such mistakes. It is easy to see the faults of others Make a patient heart so that you can listen to everyone.
লোকেরা যখন আপনার সাথে খারাপ ব্যবহার করবে, তখন এর জন্য নিজেকে দোষ দেওয়া বন্ধ করুন৷ মনে রাখবেন, সমস্যাটি তাদেরই ছিল, আপনার নয়৷ পরিবর্তে তাদের জন্য প্রার্থনা করুন৷
আপনি যদি পেছন ফিরে তাকাতে থাকেন এবং কেবলই অনুশোচনায় জীবনযাপন করেন, তবে কিভাবে আপনি সামনে এগিয়ে যাবেন এবং সর্বশক্তিমান আপনার জন্য যাকিছু জমা রেখেছেন তা পাওয়ার প্রত্যাশা করতে পারেন?
আপনি যদি নিজেকে অতীতে বেঁধে না রাখতে চান তবে আপনার যে ক্ষোভ হয়েছে সেগুলি ছেড়ে দিতে শিখুন৷ এই জীবন পরিক্রমা খুবই সংক্ষিপ্ত৷ শুধু বেঁচে থাকুন৷
আপনার কারো সাথে কোন একটি সমস্যা থাকার কারনে জীবন স্থবির হয়ে থাকতে পারে না ৷ এটি আপনার হৃদয়ে প্রভাব ফেলতে দেবেন না৷ সহনশীল হন৷ নিজে বাচুন এবং অন্যকে বাঁচতে দিন৷ মাঝে মাঝে আমরা জীবনের অন্যায্যতা চলতে থাকার বিষয়টি অনুভব করি, কিন্তু সর্বশক্তিমান যা জানেন আমরা তা জানি না৷ যারা আমাদের আঘাত করেছে আমরা তাদের ক্ষতি করব না৷ অতীতকে যেতে দিন যা হওয়ার হয়ে যেতে দিন৷ আপনি প্রতিদিন যে খারাপ কিছু দেখতে পান তা দিয়ে নিজেকে সিক্ত করে তুলবেন না৷ আপনার অন্তরে আসা দয়া ও উদারতা বহন করুন৷ অন্যকে নেতিবাচকভাবে প্রভাবিত করতে দেবেন না আপনাকে৷ আপনার মধ্যে বিদ্বেষ ভারতে দেবেন না, অন্যথায় আপনার জীবনের সমস্ত কিছুই এর দ্বারা প্রভাবিত হবে৷ এটি আপনাকে বিভ্রান্ত করবে এবং ক্রুদ্ধ করবে৷ আর অবশেষে পৌনপৌনিক আফসোস এর মধ্যে এর শেষ হবে৷
ক্রোধ পুষে রাখবেন না ৷ এটি আপনাকে নিচে নামাবে৷ এজাতীয় অজস্র অনুভূতি থেকে নিজেকে মুক্ত করুন৷ নিজেকে মুক্ত রাখুন আপনার চারপাশের অকারণে নাটক তৈরি করা লোকদের কাছ থেকে৷ দয়া মায়া কে সাথে করে পথ চসুন৷
Don't be angry. It will take you down Free yourself from such innumerable feelings. Keep yourself free from the people around you who are creating drama for no reason Please follow the path with Maya.
জীবনে যখন কোন অন্যায় কিছু ঘটে তখন সে আঘাতকে পুষে রাখবেন না৷ এসবকে যেতে দিন এবং ক্ষমা করুন৷ সর্বশক্তিমানের কাছে আত্মসমর্পণ করুন এবং তাকে এটি দেখতে দিন৷
When something bad happens in life, don't let that hurt. Let it all go and forgive Surrender to the Almighty and let him see it.
ক্ষমা করা একতরফা কোন জিনিস নয়৷ সম্পূর্ণরূপে নিরাময় ও আঘাত থেকে মুক্ত না হওয়া পর্যন্ত আপনি একটু একটু করে সচেতনভাবেই এটি করেন৷
হৃদয় যা মুছে দিতে পারে না, মন তা স্মরণ করে৷ তাই আপনি হৃদয়ে যা কিছু রাখেন সেই বিষয়ে সাবধানতা অবলম্বন করুন৷ আপনার স্রষ্টার স্মরণ করে মাঝে মাঝে এটিকে নির্মল করুন৷
What the heart cannot erase, the mind remembers So be careful about what you keep in your heart Remember your Creator and make it clear from time to time.
অন্যের মধ্যে সবচেয়ে খারাপ টি দেখতে যাবেন না৷ এবং তারা আপনার মধ্যে সেরা টি যেন দেখতে পায় সেই প্রত্যাশা করুন৷ অন্যকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে যাবেন না৷ এবং তারা আপনার পাশে দাঁড়াবে এমন প্রত্যাশায় করুন৷ জীবনটা সে রকম নয়৷ কেউ কেউ আপনার সাথে অন্যায় করবে আর চোখাচোখি হবে না৷ তারা কিভাবে এতটা নির্দয় হতে পারে তা আপনাকে বিরক্ত করতে পারে৷ তবে সর্বশক্তিমান কে ধন্যবাদ জানান অত্যন্ত আপনার একটি ভালো হৃদয় আছে৷
যখন কেউ আপনাকে সমালোচনা করে অথবা আপনার সাথে দ্বিমত পোষণ করে৷ তখন তা থেকে আপনার হৃদয়ের ঘৃণা তৈরি হতে দেবেন না৷ ঘৃণার অনুভূতি থেকে পরিত্রাণ নিন এটাকে বাড়তে দেবেন না৷
আপনি যাদের সাথে সাক্ষাৎ করেন তাদের ওপর ইতিবাচক প্রভাব রাখুন৷ আপনার প্রিয়জনদের বলুন যে আপনি তাদের ভালবাসেন৷ যারা আপনাকে কষ্ট দিয়েছে তাদের ক্ষমা করুন, এটি আপনার হৃদয়ের জন্য সহজ ৷
পরিস্থিতির সব সময় পরিবর্তন হয়৷ কিছুই টিকে থাকে না৷ সুতরাং ক্ষমার জন্য বিলম্ব করবেন না৷
ক্ষমা করে দিন৷ আপনি যা পারেন তা দিন৷ আনন্দ ছড়িয়ে দিন৷ ঘটনা ঘটতে দিন৷
আপনার ভেতরে যা আছে একজন ব্যক্তি হিসেবে তার অনেক কিছুই আপনার কাছে প্রতিফলিত হয়৷
অন্যদের আপনাকে বিচার করতে, ভুল বুঝতে এবং দোষারোপ করতে দিন৷ সম্মানের সাথে না আপনি নিজে এসবের উর্ধ্বে থাকেন৷
আমরা অন্যের সীমাবদ্ধতা ও ত্রুটির কারণে হাল ছেড়ে দিতে বেশ তাড়াহুড়া করি৷ অথচ প্রতিবার আমরা যখন ভুল করি তখন সর্বশক্তিমান আমাদের প্রতি করুণা প্রদর্শন করেন৷
আমরা অন্যের সাথে দ্বিমত পোষণ করতে পারি৷ এটি ঠিকই আছে আমরা মানুষ তবে এটি ঘৃণার কোন কারন হতে পারে না৷ আমাদের অনুভূতি গুলো আমাদের নিজেদেরই প্রতিচ্ছবি৷ অন্যদের নয়৷
We can disagree with others That's fine - we're human, but it can't be a cause for hatred Our feelings are a reflection of ourselves Not others.
অন্যরা যখন কোনো রকম ভুল করে থাকে তখন আমরা অন্যের নিন্দা করি অথচ একই ভুল যখন আমরা করি তখন কি হয়? মানুষের বিচার করার ক্ষেত্রে এটা এক ধরনের দ্বিচারিতা বা ভন্ডামি৷ এর পরিবর্তে সর্বশক্তিমানের নিকটবর্তী হওয়ার জন্য কঠিন পরিশ্রম করুন৷
প্রত্যেকে কোন না কোন রকম ভাবে একে অন্যকে কষ্ট দিয়ে যাচ্ছি৷ আসল বিষয়টি আমরা কখনোই জানতে পারি না৷ কেবলমাত্র সর্বশক্তিমানই তা জানেন সুতরাং ও সহানুভূতিশীল হোন৷
আপনি যদি শুধু অন্যকে ক্ষমা করার পুরস্কার সম্পর্কে জানতেন। তবে আপনি তা সহজেই করতেন। ক্ষমা করুন এবং পরম করুণাময় আপনাকে ক্ষমা করবেন।তিনি আপনাকে পুরস্কৃত করবেন তিনি আপনাকে ভালোবাসেন।If you only knew about the reward of forgiving others. But you did it easily. Forgive and the Most Merciful will forgive you. He will reward you. He loves you.
বাহ্যিক সৌন্দর্য, ত্বকের রঙ, উৎপাদন কত জিনিস, দৃশ্যমান পছন্দ আর উপরই কাঠামোর বাইরে কি আছে তা দেখতে শিখুন৷ সর্বশক্তিমান আমাদের সমস্ত হৃদয় কে ঘৃণা ও খুব থেকে মুক্তি দিন এবং তার সন্তুষ্টির জন্য মানুষকে প্রতিবেশী হিসেবে গ্রহণ করতে আমাদের সহায়তা করুন৷
আমরা যা কিছু করি তার মধ্যে শান্তি খুঁজে বের করতে হবে৷ আর এই শান্তি খোঁজার জন্য সর্ব শক্তিমান কে সব সময় আমাদের অগ্রধিকার হিসেবে গ্রহণ করতে হবে৷ ভালো, সদয় হোন, ক্ষমা করুন, অনুশোচনা করুন৷ তিনি যা পছন্দ করেন তার সবটা করুন৷
আপনার কারো সাথে বিরোধ দেখা দিলে তাড়াতাড়ি বিষয়গুলো নিষ্পত্তি করে ফেলুন৷ আপনি কারো প্রতি অন্যায় করেছেন জেনে সম্ভবত শান্তিতে ঘুমাতে পারবেন না৷
If you have a dispute with someone, settle the matter quickly. You probably won't be able to sleep in peace knowing that you have wronged someone.
আপনার অতীত থেকে শিখুন, কিন্তু এটিকে সেখানে ছেড়ে দিন৷ অতীতের পেছনে যাবেন না৷ এটি আপনার ভবিষ্যৎ কে ধ্বংস করবে৷ সর্বশক্তিমান আজ আপনাকে যা দিয়েছে তা নিয়ে বেঁচে থাকুন ৷ কখনই ভাববেন না আপনি খারাপ লোক৷ আমরা প্রায় প্রতিদিন ভুল করি৷ শুধু আরো ভালো করার চেষ্টা করুন৷
কোন মন্তব্য নেই
একটি মন্তব্য পোস্ট করুন