Header Ads

রানী এলিজাবেথ।কেন এসেছিলেন এই গাজীপুরের বৈরাগী চালা গ্রামে ?

 

রানী দ্বিতীয় এলিজাবেথ

সালটি ছিল 15 ই নভেম্বর হাজার 1983 চার দিনের সফরে বাংলাদেশে আসেন রানী দ্বিতীয় এলিজাবেথ। 

এরমধ্যে একদিন জান গাজীপুরের বৈরাগীর চালা গ্রামে । দিনটি যেন এখানকার গ্রামবাসীর কাছে একটি স্মরণীয় দিন হিসেবে রয়ে গেছে। স্বাধীন বাংলাদেশের রানী একবারই এসেছিলেন।

দিনটি ছিল 16 ই নভেম্বর হাজার 1983

ঢাকা থেকে ট্রেনে চড়ে শ্রীপুরে আসেন রানী এলিজাবেথ ।পরে গাড়ির মাধ্যমে বৈরাগী চালায় পৌঁছায়। প্লেস্টেশন হতে 200-300 ফুট পায়ে হেঁটে গাড়িতে চড়েন রান.।

রানী আসার আগমনে ঈদের আনন্দের মতো ভরে উঠে বৈরাগীর চালা গ্রামটি । মানুষগুলো উৎসবমুখর পরিবেশে রানী আসবে বলে রাস্তার দুধারে সারিবদ্ধ ভাবে দাঁড়িয়ে ছিল । বাংলাদেশের একটি স্বনির্ভর গ্রাম পরিদর্শন করার ইস সাইকিকে বল রানী এই বৈরাগীর চালা এসেছিলেন ?একটি স্বনির্ভর গ্রামে কি ধরনের সুযোগ-সুবিধা থাকে তারানি সামনে তুলে ধরতে চেষ্টা করে এই বৈরাগীর চালা গ্রামবাসী । একটি কাঁঠাল গাছের নিচে বসে গ্রামবাসীর সাথে মতবিনিময় করেন রানী।

এদেশের কৃষি খামার তাঁত শিল্প ও মৎস্য খামার সহ বেশকিছু জায়গা পরিদর্শন করেন রানী । এই সফর এখনো গ্রামবাসীর কাছে স্মরণীয় হয়ে আছে । ঢেঁকিতে ধান ভানা এবং মুড়ি ভাজা ও পরিদর্শন করেন রানী। রানীর আগমনের উপলক্ষে রাতারাতি পাল্টে গিয়েছিল এই বৈরাগীর চালা গ্রামটি।  



বিবিসি বাংলার একটি প্রতিবেদন



1 টি মন্তব্য

নামহীন বলেছেন...

Thanks bhai rani je Bangladesh a ase silo jantam na akhan theke jante parlam

RBFried থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.