Header Ads

আসলেই আইন তুমি কার ? আইন তুমি কাদের জন্য কাজ করো?৷Whose law are you really? Law Who do you work for?

 ইসলাম, খ্রিষ্টান, হিন্দু, প্রত্যেকটি ধর্ম অশ্লীল পোশাক এর বিরুদ্ধে কথা বলে৷ এরপরেও আইন অশ্লীল পোশাক পরা মানুষের পক্ষেই দাঁড়ায়, হকের পথে দাড়ায় না, ন্যায়ের পক্ষে কথা বলে না, তারি দৃষ্টান্ত দেখা গেল কয়েকদিন আগে

ছবিটি ফেসবুক পেজ থেকে নেয়া

নরসিংদীর রেলওয়ে স্টেশনে৷ কথাটি তাহলে একটু গুছিয়ে বলা যাক৷  বাংলাদেশের নরসিংদী জেলার রেলওয়ে স্টেশনে একজন মায়ের বয়সী, বয়স্ক মহিলা অর্ধ উলঙ্গ অশ্লীল পোশাক পরা এই তরুণীকে শরীর ঢাকার জন্য পরামর্শ দিলে শুরু হয় তর্ক, তারপর তরুনীর সাথে থাকা ছেলে বয়ফ্রেন্ড কে ডেকে এনে সেই মায়ের বয়সী বৃদ্ধা মহিলাকে করা হয় হেনস্তা৷ বিষয়টি আশেপাশের লোক দেখতে পেয়ে সেই গর্বিত মায়ের বয়সী মহিলার পক্ষে স্টেশনে উপস্থিত থাকা সবাই প্রতিবাদ করেছিল৷ অথচ আমাদের সম্মানিত আদালত, অশ্লীল পোশাক  এর বিপক্ষে কথা বলা শ্রদ্ধাভাজন মায়ের বয়সী সেই মুরুব্বী মহিলার বিরুদ্ধে জেল হাজত সহ তিন দিনের রিমান্ড মঞ্জুর করা হয় ৷ তাইতো বলতে হয় আইন তুমি কার? তুমি কাদের জন্য কাজ করো? তুমি কি মজলুমের বিপক্ষে না পক্ষে কাজ করো? তুমি কি ন্যায়ের পক্ষে না বিপক্ষে কাজ করো এ বোঝা বড় দায়৷ 

Md Al Helal Biswas facebook

যদি আমরা ধর্মীয় গ্রন্থ গুলো দেখি, তাহলে দেখতে পাব প্রত্যেকটি ধর্মই অশ্লীলতার বিপক্ষে তাহলে সংক্ষিপ্ত আকারে দেখে নেওয়া যাক ধর্মীয় গ্রন্থ গুলো কি বলে৷ 

এই ভিতরের খবর গুলো কেন যে মুলদারার সংবাদমাধ্যমে আসেনা তা আমার বুঝে আসেনা? টে একটা মিডিয়া আমাদের দেখায় আরেকটা৷ 

বিস্তারিত এখানে


কোন মন্তব্য নেই

RBFried থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.