Header Ads

Wheel hub assembly

হুইল হাবস কি?

হাবস হলো গাড়ির চাকার কেন্দ্রীয়  অংশ যা U- বোল্ট বা স্পোকের মাধ্যমে রিমের সাথে সংযোগ স্থাপন করে।  এবং এখানে এক্সেল ব্যবহার করা হয়। প্রতিটি হাবস এ এক বা একাধিক বিয়ারিং ব্যবহার করা হয়। এই হাত বিয়ারিং এর ওপর চাকাটি অবাধে ঘুরতে সক্ষম করে।


হুইল হাপস কেন গুরুত্বপূর্ণ?

গাড়ির হাব একটি গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ কারণ প্রতিটি শাখা কে গাড়ির সাথে সংযুক্ত করেছে। চাকা খোলা ছাড়া  হাবস দেখা যায় না। যানবাহন  হাবস ছাড়া চলতে পারে না।তাই নির্দিষ্ট সময় এই হাবস সার্ভিসিং করার প্রয়োজন পড়ে,সঠিকভাবে হাবস সার্ভিসিং করলে এর আয়ু কাল অনেক বেড়ে যায়।হাফ একটি ঘূর্ণায়মান যন্ত্রাংশ,হাফ বিয়ারিং এর অপর অবাধে ঘুরতে থাকে তাই বিয়ারিংয়ের অংশগুলোকে গ্রিজিং এর প্রয়োজন হয়। গ্রিজ যাতে চাকার অন্যান্য অংশ যেমন হুইল ড্রাম,ব্রেক-সু,ব্রেক প্যাড, ব্রেক ডিক্সএরমধ্যে না পৌঁছায় এইজন্য অয়েল সিল ব্যবহার করা হয়ে থাকে। নির্ধারিত সময় এই অয়েল সিল গ্রিস পরিবর্তনের প্রয়োজন পড়ে এটি যদি সঠিকভাবে না করা হয় তাহলে হাফ একসময় অকেজো হয়ে পড়ে আর যদি সঠিকভাবে সার্ভিসিং করা হয় তাহলে এর আয়ুকাল অনেকাংশেই বেড়ে যায়।

হুইল হাপস এর গুরুত্বপূর্ণ যন্ত্রাংশঃ

1. Steering knuckle
2. Hubs oil seal (Outer & inner)
3. Hubs O-Ring
4. Hubs Bearing (Outer & Inner)
5. Wheel Hub
6. Thrust Washer
7. Adjust Nut
8. Locking Tab
9. Locking Nut
10. Gasket
11. Spline hubs flang
12. Circlip 13. Dome cap. Etc



কোন মন্তব্য নেই

RBFried থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.