Header Ads

Vehicle diagnostic tool

ভেহিকেল ডায়গনস্টিক সিস্টেম সম্পর্কে জানতে হবে কেন?


মেকানিকদের কেন ভেহিকেল ডায়গনস্টিক সিস্টেম সম্পর্কে জানতে হবে?বর্তমানে মার্কেটে যে ধরনের গাড়ি আসতেছে বা তৈরি হচ্ছে প্রায় সব ধরনের গাড়িতেই এখন ডায়গনস্টিক সিস্টেম বসিয়ে দেওয়া হচ্ছে।আর আর গাড়িগুলোতে ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স সিস্টেমের সমন্বয়ে বেশি থাকার কারণে একজন মেকানিক বা  ইলেকট্রিশিয়ান এর পক্ষে গাড়ির যান্ত্রিক অবস্থান সম্পর্কে জানতে বেশ বেগ পেতে হয়। তাই ডায়াগনস্টিক সিস্টেমের মাধ্যমে পরীক্ষা করলে অতি সহজেই একটি গাড়ি কি কন্ডিশনে আছে তা অতি সহজেই জানা যায় তাই বর্তমানে এটি জানা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে।ভেহিকেল ডায়গনস্টিক সিস্টেম মাধ্যমে আমরা কি জানতে পারি?ডায়াগনস্টিক পরীক্ষার মাধ্যমে গাড়ির প্রায় সমস্ত উপাদান যেমনঃ ইঞ্জিন ব্রেক ট্রানস্মিশন সিস্টেমএবং নিষ্কাশন সিস্টেমের পাশাপাশি ফুয়েল ইনজেকশন সিস্টেম কুলান্ট বায়ুপ্রবাহ ও গাড়ি জুড়ে বিভিন্ন সেন্সর এবং গাড়ির আরো অনেক কিছুর রিপোর্ট সে কোড করে। ডায়াগনস্টিক সেন্টার চালানোর জন্য গাড়িটি অবশ্যই  ECU পালিত হতে হবে।

পাঁচটি স্টেপ এর মাধ্যমে এই গাড়িটি সচল হয়ে থাকে

Step-1: গাড়ির সমস্যা চিহ্নিতকরণ,

Step-2: সমস্যা সংজ্ঞায়িত করুন

Step-3: সমস্যার লোকেশন চিহ্নিতকরণ 

Step- 4:মেরামত করন

Step-5 : ফাইনাল বা চূড়ান্ত চেক

গাড়ির যান্ত্রিক ত্রুটি দেখা দিলে কিভাবে শনাক্ত করব

বর্তমানে বাংলাদেশ টাটা কোম্পানির TATA 1613 TC BS-3মডেলের  গাড়িগুলো আসতেছে  এসব গানগুলো ডায়াগনস্টিক টেস্টের মাধ্যমে গাড়ির যান্ত্রিক ত্রুটি শনাক্ত করা হয়ে থাকে। আর এই যান্ত্রিক ত্রুটি শনাক্ত করার জন্য টাটা কোম্পানি একটি টিডিসি লাইট সফটওয়্যার তৈরি করেছে।শুধু একটি আই কানেক্টর এর মাধ্যমে মোবাইলে সমস্ত তথ্য পাওয়া যায়। 1ti কানেক্টর এর দাম 10 হাজার থেকে 12 হাজার পর্যন্ত হতে পারে। যদি গাড়ির মধ্যে কোন যান্ত্রিক ত্রুটি দেখা দেয় তাহলে:

1.  একটি  অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে টিডিএস সফটওয়্যারটিকে ইন্সটল করতে হবে।

2. একটি আই কানেক্টর ECU এর সাথে সংযোগ দিতে হবে।

3. ব্লুটুথ এর মাধ্যমেআইকানেক্টর Tk.মোবাইল এ সংযোগ স্থাপন।

4. এবং টিডিএস সফটওয়্যার টি ওপেন করে যান্ত্রিক ত্রুটি সনাক্ত করতে হবে যা ভিডিওতে দেখানো হয়েছে।

Mechanical error signal


TATA MOTORS
Commercial Vehicles
iCONNECT-V1.0
Supports-CAN & K-Line
Product: iConnect
Model: TIC43-CV
H/W Ver. TIC43_CV_V10
Voltage: 12/24V DC
For Service: 




কোন মন্তব্য নেই

RBFried থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.