Header Ads

অয়েল সেপারেটর এর ব্যবহার।

কম্প্রেশ্বরে অয়েল সেপারেটর ব্যবহার করা হয় কেন?

কম্প্রেসর চলাকালীন তার ডিসচার্জ লাইনে গ্যাস এর সাথে কিছুতেই চলে যায়। গ্যাস থেকে তেল কে পৃথক করার জন্যই কম্প্রেসরের ডিচার্জ লাইনে কনডেনসার এর আগে পায়েল সেপারেটর বসানো হয়। তেল কনডেনসারের যাওয়ার পূর্বেই পৃথক করা দরকার হয়।সেজন্যই কনডেনসার ও কম্পিউটারের মধ্যে অয়েল সেপারেটর বসানো হয়। হিমায়ন আবর্তন চক্রের বিভিন্ন অংশে কম্প্রেশ্বর অয়েল এর উপস্থিতিতে তার কার্যক্ষমতা বা কর্মদক্ষতা ও ৫ থেকে ১৫ শতাংশ হ্রাস পায়।তাছাড়া নিম্ন তাপমাত্রায় ইভাপোরেটর থেকে তেল ফিরিয়ে আনা কষ্টসাধ্য ব্যাপার। যাতে কম্প্রেসরের তেল হিম চক্রের বাকি অংশগুলোতে যেতে না পারে সেজন্য অয়েল সেপারেটর ব্যবহৃত হয়।

 

কম্প্রেসরে অয়েল ব্যবহার করা হয় কেন?

কম্প্রেসরের ঘুর্ণয়মান অংশগুলো পিচ্ছিল করার জন্য তেলের দরকার। এই তেল ট্যাঙ্ককেসে জমা রাখা হয়।   কিন্তু কোন গ্যাসের সাথে সরবরাহ লাইনে তেল চলে আসলে তাগ্যাস থেকে পৃথক করার জন্যইঅয়েল সেপারেটর ব্যবহৃত হয়। 

কোন মন্তব্য নেই

RBFried থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.