হিমায়ক কি। হিমায়ক কাকে বলে?
রেফ্রিজারেন্ট।হিমায়ক কি?
রেফ্রিজারেন্ট অর্থ হিমায়ক। হিমায়ন পদ্ধতিতে তাপ শোষণ, এবং অন্যত্র নিয়ে তা বর্জন করে করা হয় তাকে হিমায়ক বলে।
হিমায়ক এর প্রয়োজনীয়তা কি?
রেফ্রিজারেটর অ্যান্ট এয়ারকন্ডিশন সিস্টেম এর প্রধান উপাদান হিমায়ক। হিমায়ক ছাড়া এই সিস্টেম কল্পনা করা যায় না। হিমায়ক বা রেফ্রিজারেন্ট এমন এক ধরনের প্রবাহী যা কোন বস্তুর স্থান থেকে তাপ অপসারণের জন্য ব্যবহৃত হয়। অর্থাৎ যে ঠান্ডা বা শীতলতার জন্য আমরা রেফ্রিজারেশন এন্ড এয়ারকন্ডিশনিং সিস্টেম ব্যবহার করি, সেই শীতলতা আনয়ন করে। সুতরাং বলা যায়, হিমায়ক ছাড়া রেফ্রিজারেশন এন্ড এয়ারকন্ডিশনিং সিস্টেম অচল এবং হিমায়ক এর প্রয়োজনীয়তা অনস্বীকার্য।
রেফ্রিজারেন্ট বা হিমায়ক কত প্রকার ও কি কি?
হিমায়ক প্রধানত দুই প্রকারঃ যেমন- ১। প্রাইমারি হিমায়ক। যদি কোন হিমায়ক সরাসরি লিনতাপ বা সুপ্ততাপের মাধ্যমে অন্য কোন বস্তু বা পদার্থকে ঠান্ডা করে, তাকে প্রাইমারি হিমায়ক বলে। ২। সেকেন্ডারি হিমায়ক। যদি কোন হিমায়ক অন্য কোন হিমায়ক কর্তিক শীতল হয়ে নিজে অন্য কোন পদার্থকে পুনমি ও তাপ এর মাধ্যমে ঠান্ডা করে, তাকে সেকেন্ডারি হিমায়ক বলে।
পৃথিবীর প্রথম হিমায়কের নাম ''ইথার'' এটি আমেরিকার ইঞ্জিনিয়ার জ্যাকব পারকিন্স এর হস্তচালিত বাষ্প সংকোচন হিমায়ন যন্ত্র ব্যবহৃত হয়।
শিল্প ও বাণিজ্যিক হিমায়ন চক্রে ব্যবহৃত হয় এমন কিছু হিমায়ক হলঃ
২। R-170 ইথেন ব্যবহার সীমিত.
৩। R-290 প্রোপেন ব্যবহার সীমিত।
ক। R-502
খ। R-123
৪। R-717 অ্যামোনিয়া।
৫। R-11,R-22, R-69S ( NON CFC)
কোন মন্তব্য নেই
একটি মন্তব্য পোস্ট করুন