Header Ads

Compressor oil এর কাজ কি?

কম্প্রেশ্বর অয়েল, রেফ্রিজারেশন এন্ড এয়ারকন্ডিশনিং সিস্টেমের কম্প্রেসরের ঘুর্ণয়মান অংশ সচল রাখার নামি রেফ্রিজারেশন বা কম্প্রেসার ওয়েল। কম্প্রেসরের ঘূর্ণায়মান অংশ পিচ্ছিল কড়াই এর প্রধান কাজ। এছাড়াও কম্প্রেসরের তাপমাত্রা কাজ করতেও অয়েল ভূমিকা পালন করে থাকে। একটি কম্প্রেসরের কম্প্রেশ্বর অয়েল গুরুত্বপূর্ণ বস্তু। যা কম্প্রেসর কে সচল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। নিম্নে কম্প্রেশ্বর অয়েল সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন  ও উত্তর  দেওয়া হল।

Viscosity বা সান্দ্রতা কি?

উত্তরঃ-  Viscosity বা সান্দ্রতা অর্থ  আঠালোতা। তবে একে তরলের ঘনত্বের হার বলা হয়। ৬০ গণ সেন্টিমিটার তেল একটি শুরু অরিফিস এর মাধ্যমে প্রবাহ করতে যে কয়েক সেকেন্ড সময় লাগে, তাকে সেই তেলের সান্দ্রতা নম্বর বা ভিস্কোসিটি নম্বর বলে।

প্রশ্নঃ- তেলের নামকি?

ক) পলি all-star সিন্থেটিক অয়েল।
খ)  পলি অ্যালকাইিল ইন গ্লাইকল সিন্থেটিক অয়েল।
গ) অ্যালকাইলিন বেনজিন সিন্থেটিক অয়েল।ঘ) ফস্পেট স্টার সিন্থেটিক অয়েল।

প্রশ্নঃ ফ্লোক পয়েন্ট কি?

উত্তরঃ- Floc Point কম্প্রেশ্বর অয়েল এর একটি অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। হিমায়ন চক্রে তেল ও হিমায়ক একত্রে মিশে যায়।  আয়তন অনুপাতে 90% হিমায়ক এবং 10% তেলের মিশ্রণ এ অবস্থিত জাতীয় পদার্থ সর্বনিম্ন যে তাপমাত্রায় তলানি আকারে পায়ের তলায় জমা হতে শুরু করে তাকে ফ্লক পয়েন্ট বলে।

প্রশ্নঃ- ক্লাউড পয়েন্ট বলতে কি বুঝায়?

উত্তরঃ- তেলের মধ্যে কম বেশি মুম জাতীয় শ্বেত পদার্থ থাকে।  তেল ঠান্ডা করলে এগুলো কোন একসময় তলানিতে পরিণত হতে শুরু করে।  সর্বনিম্ন যে তাপমাত্রায় তেলে অবস্থিত জাতীয় পদার্থ  তলানিতে পরিণত হতে শুরু করে তাকে ক্লাউড পয়েন্ট বলে। 

প্রশ্নঃ- HFC রেফ্রিজারেন্ট কি তেল ব্যবহৃত হয় তার নাম কি?

উত্তরঃ- ক) রেফ্রিজারেন্ট প্লান্ট এর জন্য (Polyester)
খ) কার এয়ার কন্ডিশনিং এর জন্য ( Polyethylene)

প্রশ্নঃ- তেল নির্বাচনের ক্ষেত্রে Viscosity বা  সান্দ্রতার প্রভাব কি?

উত্তরঃ-  ক) সান্দ্রতা যদি বেশি হয় তবে কম্প্রেসরের ভিতরে ঘর্ষণ বেশি হয় ফলে কম্প্রেসর চালাতে অধিক শক্তি ব্যয় হয়। খ)  কম্প্রেশ্বর অয়েল কম্প্রেসরের ঘুর্ণয়মান অংশগুলো পিচ্ছিল করা ছাড়াও পিস্টন সিলিন্ডারের মাঝে প্রতিবন্ধকতা বা সিল তৈরি করে।  ফলে তেল উচ্চচাপ এবং নিম্নচাপের মাঝে কৃত্রিম দেওয়াল সৃষ্টি করতে পারে। তবে যদি সান্দ্রতা কম হয়,  তাহলে আর প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে না।  নোটঃ  কম্প্রেসরের ওপর নির্ভর করেই সঠিক সান্দ্রতার তেল নির্বাচন করতে হয়।

প্রশ্নঃ- কম্প্রেশ্বর অয়েল এর বৈশিষ্ট্য? উত্তরঃ-

ক) সঠিক পরিমাণ Viscosity বা সান্দ্রতা থাকতে হবে।
খ) সঠিক পরিমাণ Pour point (প্রবাহমানতা) থাকতে হবে।
গ) বিদ্যুৎ প্রবাহ বাধা প্রদান করবে।
ঘ) হিমায়ক এর সাথে বিক্রিয়া করবে না।

প্রশ্নঃ-  ইভাপোরেটর থেকে তেল কিভাবে সহজেই ফিরিয়ে আনা যায়? 

উত্তরঃ-  ক) হিমায়ক এর সাথে মিশ্রিত তেল সাধারণত উচ্চ বেগে প্রবাহিত হিমায়কের সাথেই আবার কম্প্রেসারে ফিরে আসে।  এছাড়াও মাধ্যাকর্ষণজনিত কারনেও তেল করে স্বাভাবিক ভাবে ফিরে আসে।
খ)  ইভাপোরেটর থেকে তেল ফিরিয়ে আনার জন্য ইভাপোরেটর এবং কম্প্রেশন যথাসম্ভব কাছাকাছি স্থাপন করতে হয়।  এছাড়াও ইভাপোরেটর এবং কোয়েল একটু ভালো করে দিলে সহজে কম্প্রেশ্বর অয়েল করে ফিরিয়ে আনা যায়।

কোন মন্তব্য নেই

RBFried থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.