পদ কাকে বলে। পদ কত প্রকার ও কি কি
পদ কাকে বলে ? পদ কত প্রকার ও কি কি ?
বাক্যের অন্তর্গত প্রত্যেকটি অর্থবোধক শব্দকে পদ বলে বা বাক্যে ব্যবহৃত বিভক্তিযুক্ত প্রত্যেকটি অর্থবোধক শব্দকে পদ বলে।
পদ সাধারণত দুই ভাগে বিভক্ত যথাঃ সব্যয় পদ ও অব্যয় পদ।
সব্যয় পদ চার প্রকার ।
২। বিশেষণ
৩।সর্বনাম
৪। ক্রিয়া ।
সুতরাং বাংলা ব্যাকরণে পদ মোট পাঁচ প্রকার । যথাঃ
২। বিশেষণ
৩।সর্বনাম
৪। অব্যয় এবং
৫। ক্রিয়া
বিশেষ্য পদ কাকে বলে ?
কোন কিছুর নামকে বিশেষ্য পদ বলে। বাক্য মধ্যে যে সমস্ত পদ দ্বারা কোন বাক্তি, বস্তু, জাতি, সমষ্টি স্থান কাল ভাব কর্ম বা গুণের নাম বোজায় তাকে বিশেষ্য পদ বলে।
যেমনঃ নজরুল, বই, খাতা, পাহাড়, নদী, ইত্যাদি।
বিশেষণ পদ কাকে বলে?
কোন কিছুর দোষ গুণ সংখ্যা পরিমাণ হল বিশেষণ পদ। যেমনঃ ছেলেটি মেধাবী। পলাশ দুষ্ট ছেলে।
সর্বনাম পদ কাকে বলে?
নামের বা বিশ্বের পরিবর্তে যে শব্দ ব্যবহার করা হয় তাই সর্বনাম পদ। সে তিনি তোমরা আমরা তাহারা ইত্যাদি।
অব্যয় পদকাকে বলে?
যার ব্যয় বা পরিবর্তন হয় না, অর্থাৎ যা অপরিবর্তনীয় শব্দ তাই অব্যয়। যে পথ সর্বদা অপরিবর্তনীয় থেকে কখনো বাক্যেরশুভা বর্ধন করে, কখনো একাধিক পদের বাক্য অংশের বা বাক্যের সংযোগ বা বিয়োজন ঘটায় তাকে অব্যয় পদ বলে। যেমনঃ এবং, আর, আবার, ও, হ্যাঁ, না ইত্যাদি।
কোন মন্তব্য নেই
একটি মন্তব্য পোস্ট করুন