ব্রনের কালো দাগ দূর করুন কোন প্রকার ক্রিম ছাড়া
ব্রণের কালো দাগ দূর করার উপায়
ব্রণের সমস্যা দেখা দেয় বয়ঃসন্ধির সময় থেকেই। এতে চলে যায় বহু দিন, মাস ,বছর । এতে করে কারো মুখে এত বেশি ব্রণ হয় যে, ব্রণের দাপটে মানুষের সামনে মুখ দেখানো পর্যন্ত বন্ধ হয়ে যায়। দেখা যায় ব্রণ হয়ে সেরেও যায়। কিন্তু যে কালো দাগ গুলো হয় সে সে দাগগুলো থেকে যায় বছরের পর বছর। আর সেগুলোকেই বিরক্তিকর সঙ্গী করে চলতে হয় আমাদের । এসব দাগ ঢাকতে ব্যবহার করতে হয় কৃতিম মেকআপ স্পট রিমোভার ফাউন্ডেশন হাইলাইটার পাউডার ইত্যাদি। কিন্ত মুখ ধুয়ার পর ফলাফল শূন্য। মুখের এই দাগে অনেকে আত্নবিশবাস হারিয়ে ফেলেন। আবার অনেকে হতাশাগ্রস্ত হয়ে পড়ে। আবার অনেকে মুখে দাগ মেটাতে সার্জারির সাহায্য ও নেন। দামি ব্র্যান্ডের মেকআপ করে থাকেন। কিন্ত এসব কিছু আমাদের উপকারের চেয়ে অপকারই বেশি হয়ে থাকে। এতে থাকে ক্ষার জাতীয় ক্যামিক্যাল। যা আপনার ত্বককে নষ্ট করে দেয়। তাই এসব আর্টিফিশিয়াল উপাদান ব্যবহার না করে যদি ঘরোয়া ভাবে ব্রনের দাগ দূর করা যায় তাহলে খরচ ও হবে কম এবং স্কিন ও থাকবে ভালো। আসুন জেনে নেয়া যাক কিভাবে ঘরে বসে প্রাকৃতিক উপায়ে ব্রনের কালো দাগ দূর করা যায়।
মুখের ব্রণের কালো দাগ দূর করার উপায়
কমলা লেবুর খোসা
কমলালেবুর খোসায় থাকে প্রচুর পরিমানে ভিটামিন সি । ত্বক উজ্জ্বল রাখতে ও কালো দাগ দূর করতে ভিটামিন সি খুবই কার্যকরী। এছাড়া ও ত্বক ভালো রাখতে কমলালেবুর রস খাওয়া অনেক ভালো। আর কমলালেবুর খোসা যে কোন কালো দাগ দূর করতে ওস্তাদ। বিশেষ করে ব্রণের কালো দাগ প্রথ। প্রথমে কমলালেবুর খোসা রোদে শুকিয়ে গুড়ো করে নিন। সমপরিমাণ গুড়ো ও মধু মিশিয়ে ব্রণের কালো দাগের জায়গায় প্রলেপ দিন। ১৫-২০ মিনিট মেখে রাখুন। এরপর হালকা পানি দিয়ে ধুয়ে ফেলুন। একদিন অন্তর অন্তর প্যাকটি ব্যবহার করুন।
পাতিলেবুর রস
প্রাকৃতিক ব্লিচ উপাদান আছে লেবুতে৷ লেবুর রসের সঙ্গে সামান্য পানি বা গোলাপজল মিশিয়ে তুলো দিয়ে ব্রনের দাগের উপর লাগিয়ে রাখুন৷ ১০ থেকে ১৫ মিনিট পর কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন ৷
শসার রস
ব্রণের দাগ দূর করতে দারুন ভাবে কাজ করে শসার রস৷ এজন্য সমপরিমাণ শশা ও টমেটো রস মিশিয়ে ব্রণের দাগের উপর লাগিয়ে রাখুন৷ ১০ মিনিট পর ধুয়ে ফেলুন৷ এভাবে সপ্তাহে দুই থেকে তিন দিন এই প্যাক ব্যবহারে ব্রণের দাগ সহ রোদে পোড়া দাগ ও মিশে যাবে৷
অ্যালোভেরার জেল
অ্যালোভেরার জেল দিয়ে ব্রণের জেদি দাগও দূর করা সম্ভব৷এজন্য সকালে ও রাতে এলোভেরার জেল মুখে লাগিয়ে রেখে শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন৷ ধীরে ধীরে কালো দাগ চলে যাবে ৷
আরো জানতে> ব্রণ দূর করার উপায় ও রূপচর্চা
বেকিং সোডা
প্রাকৃতিক ব্লিচের আরেকটি উৎস হল বেকিং সোডা ৷ ব্রণের কালো দাগ দূর করতে ২ টেবিল চামচ বেকিং সোডার সঙ্গে একটু পানি মিশিয়ে দাগের জায়গায় দুই তিন মিনিট রেখে দিন ৷ এতে দ্রুত ব্রণের কালো দাগ দূর হবে ৷
তুলসী পাতা
আয়ুর্বেদিক গুণসম্পন্ন তুলসীর পাতা ত্বকের যত্নে অপরিসীম ভূমিকা রাখে৷ ব্রণের দাগ দূর করতে তুলসির রস খুবই কার্যকরী একটি উপাদান৷ নিয়মিত তুলসী পাতা ব্যবহারে দ্রুত ব্রণের কালো দাগ দূর হবে ৷
এছাড়াও ব্রণের কালো দাগ দূর করতে আপনি কিছু নিয়ম অবশ্যই মেনে চলবেন ৷
যেমন: প্রচুর পরিমাণ পানি খাবেন ৷
১। তেল মসলাযুক্ত খাবার পারলে বন্ধ করে দিন ৷
২। মেকআপ করে থাকলে ভালোভাবে মুখের মেকআপ ধুয়ে ফেলুন৷
৩। ত্বক সব সময় পরিষ্কার রাখুন৷
৪। অপরিষ্কার হাতে ব্রনের জায়গায় ধরবেন না৷
৫। অযথা নখ দিয়ে ব্রণ ধরা ছোঁয়া করবেন না ৷
৬। বিজ্ঞাপনের ভুলে যে কোন ক্রিম বা লোশন মুখে ব্যবহার করবেন না ৷
৭। ব্যতিক্রম হলে চর্ম বিশেষজ্ঞের পরামর্শ নিন৷
কোন মন্তব্য নেই
একটি মন্তব্য পোস্ট করুন