Header Ads

লজ্জাস্থানের কালো দাগ দূর করার উপায়

লজ্জাস্থানের কালো দাগ দূর করার ঘরোয়া পদ্ধতি

লজ্জাস্থানে কালো দাগ থাকলে সঙ্গীর কাছে খোলামেলা হতে ইতস্ত বোধ হয়৷ গায়ের রং ফর্সা হলে ও যৌনাঙ্গের রং কালো হয়ে থাকে অনেকেরই৷ স্পর্শকাতরতা  স্থানগুলোতে কালো দাগগুলো সঙ্গীর সামনে খুবই লজ্জায় ফেলে৷ বিশেষ করে মেয়েরা লজ্জায় বেশি ভেঙ্গে পড়ে৷ বাংলাদেশের মানুষের মধ্যে এমনটি বেশি হয়ে থাকে আর এসব সমস্যা মেয়েদেরই বেশি হয়ে থাকে৷ তাই বলে কোন কেমিক্যাল জাতি উপাদান আপনি ভুলেও ব্যবহার করবেন না কারণ এতে পার্শ্বপ্রতিক্রিয়া রয়েছে৷ আর্টিফিশিয়াল কোন ক্রিম ব্যবহারে আপনার উপকারের চেয়ে অপকারই বেশি হতে পারে৷ তখন আপনাকে আরো বেশি ভোগান্তিতে ফেলতে পারে৷ তাই বলে আবার কিন্তু কালো দাগ নিয়েও থাকা মুশকিল ৷ তাই যদি প্রাকৃতিক উপায়ে লজ্জাস্থানের কালো দাগ দূর করা যায় তাহলে তো উত্তম৷ আসুন জেনে নেয়া যাক কিভাবে প্রাকৃতিক উপাদান দিয়ে আপনি গোপনাঙ্গের কালো দাগ দূর করতে পারবেন৷

লজ্জাস্থানের কালো দাগ দূর করতে টক দই

টক দই এ রয়েছে ল্যাক্টিক এসিড৷ যা ব্লিচের কাজ করে৷ কালো দাগ যুক্ত জায়গা গুলোতে টক দই ব্যবহার করে ১০ থেকে ১৫ মিনিট রেখে দিন৷ এরপর হালকা গরম জল দিয়ে ধুয়ে ফেলুন৷

লজ্জাস্থানের কালো দাগ দূর করুন বেসন দিয়ে

বেসন হলো প্রাকৃতিক এক্সফুলিয়েটর৷ বেসনের সঙ্গে সামান্য কাঁচা দুধ অথবা পানি মিশিয়ে একটি পেস্ট তৈরি করুন৷ কালো ছোপ যুক্ত এলাকায় পেস্ট লাগিয়ে দিন৷ শুকনো না হওয়া পর্যন্ত অপেক্ষা করুন৷ তারপর শুকিয়ে গেলে হালকা গরম জল দিয়ে ধুয়ে ফেলুন ৷

লজ্জাস্থানের কালো দাগ দূর করতে অ্যালোভেরা

এলোভেরা তে রয়েছে প্রচুর পরিমাণে খনিজ ভিটামিন সমৃদ্ধ গুণাবলী৷ তাই যেকোনো কালো দাগকে মুছে দিয়ে উজ্জ্বল ও ফর্সা করতে সাহায্য করে অ্যালোভেরা৷ প্রথমে অ্যালোভেরা দিয়ে জেল তৈরি করুন৷ এরপর তৈরিকৃত জেল ২০ মিনিট কালো দাগে লাগিয়ে রাখুন৷ তারপর স্বাভাবিক পানি দিয়ে ধুয়ে ফেলুন৷

কমলার জুসের মাধ্যমে লজ্জাস্থানের কালো দাগ দূর করা

কমলার জুস ও হলুদ গুঁড়া ত্বকের ফর্সা ভাব আনতে, যেমন হলুদের কোন ঝুড়ি নেই, তেমনি কমলার জুসের ও বিকল্প নেই। কমলার জুসের সঙ্গে সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো মিশিয়ে পেস্ট তৈরি করে ত্বকে লাগিয়ে ১০ মিনিট অপেক্ষা করুন তারপর পানি দিয়ে ধুয়ে ফেলুন। জাদুর মত কাজ করবে এটি।

আলুর রস কালো দাগে ব্যবহার করুন

আলুর রস কালো দাগে ব্যবহার করে বিশ থেকে ত্রিশ মিনিট পর ধুয়ে ফেলুন এতে কালো দাগ মুছে যাওয়া সহ ত্বক হবে উজ্জ্বল ও ফর্সা।

গোলাপ জলঃ গোলাপ জলের সাথে চন্দন গুরু দিয়ে পেস্ট তৈরি করে ত্বকে লাগিয়ে রাখুন। এই পেস্ট ত্বকের জন্য অত্যন্ত উপকারী, এতে আপনার ত্বক কে করে তুলবে মহেশচার।

কালো দাগ দূর করতে দুধ

দুধে থাকে ল্যাকটিক এসিড ত্বকে ফর্সা ভাব ও উজ্জ্বলতা করতে দুধের বিকল্প নেই, যে কোন কালো জায়গায় দুধের প্রলেপ দিয়ে ৩০ মিনিট পর শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন। এসব উপাদান আপনি হাতের নাগালেই পেয়ে যাবেন এবং কোন ক্ষতির ও আশঙ্কা নেই।

লজ্জাস্থানের দুর্গন্ধ দূর করার উপায়।পুরুষের লজ্জাস্থানের দুর্গন্ধ দূর করার উপায়

লজ্জাস্থানের দুর্গন্ধের সমস্যায় নারী বা পুরুষ অনেকেই বিব্রত, বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে এই সমস্যা একটু বেশি তাই অনেকেই লজ্জায় কারো সাথে শেয়ার করতে পারেনা। আবার চিকিৎসকের পরামর্শের কথা ভাবেন না। কিন্তু গোপনাঙ্গের এমন দুর্গন্ধের ফলে স্বাভাবিক যৌন জীবনের সমস্যা দেখা দিতে পারে তাই যত তাড়াতাড়ি সম্ভব এর প্রতিকার করা উচিত তাই বলে কোন কেমিক্যাল জাতীয় উপাদান ব্যবহার করা যাবে না। সাধারণ কোনো উপাদানের মাধ্যমে আপনি এই সমস্যার সমাধান করতে পারেন জেনে নিন কিভাবে এই সমস্যার সমাধান করা সম্ভব।

আরো জানুন > কালো থেকে ফর্সা হওয়ার ঘরোয়া পদ্ধতি

১। খুব ভালোভাবে গোপনাঙ্গের যত্ন নিন সর্বদা পরিষ্কার রাখুন।
২। ভালো মানের এন্টি ব্যাকটেরিয়াল সাবান ব্যবহার করুন।
৩। ভালো কোম্পানির বডি ওয়াশ পাওয়া যায় বাজারে সেগুলো ব্যবহার করতে পারেন।
৪। টাইট অন্তর বাস না পরাই উত্তম ঢিলেঢালা পোশাক পড়বেন।
৫। গোপনাঙ্গে অ্যান্টি ব্যাক্টেরিয়া ও সুগন্ধি পাউডার ব্যবহার করতে পারেন। পারফিউম ব্যবহার না করাই উত্তম।
৬। ভালো কোম্পানির স্যানিটারি ন্যাপকিন ব্যবহার করুন।
৭। পিরিয়ডের সময় নিজেকে অনেক বেশি পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন।
৮। লজ্জাস্থান পরিষ্কার রাখতে হালকা গরম জল ব্যবহার করতে পারেন।
৯। এতে সমাধান না হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন

কোন মন্তব্য নেই

RBFried থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.