Header Ads

কালো থেকে ফর্সা হওয়ার উপায়। ত্বক ফর্সা করার ঘরোয়া উপায়

রূপচর্চার ক্ষেত্রে নারীরা খুবই আগ্রহী এবং উৎসাহী। আজকাল মেয়েরা রূপচর্চার বিভিন্ন কেমিক্যাল জাতীয় আর্টিফিশিয়াল ক্রিম বা প্রসাধনী ব্যবহার করে থাকে। এইসব প্রসাধ্বনিতে রয়েছে  বিভিন্ন প্রকার ক্ষার জাতীয় উপাদান। যা তোকে অনেক ক্ষতি করে।  এমনকি এইসব প্রসাধনী ব্যবহারের চর্ম ক্যান্সার এর মত জটিল রূগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে। তাই এইসব প্রসাধনের গুণগতমান যাচাই না করে ব্যবহার করা মোটেও উচিত নয়।সবচেয়ে গ্রহণযোগ্য যদি আপনি প্রাকৃতিক ভেষজ দিয়ে ঘরোয়া পদ্ধতিতে রূপচর্চা করতে পারেন। যা আপনার হাতের কাছেই রয়েছে।

এলোভেরা দিয়ে ফর্সা হওয়ার উপায়

রূপচর্চার ক্ষেত্রে এলোভেরা এক অনন্য ভূমিকা পালন করে ৷ এলোভেরা বা ঘৃতকুমারী  প্রাচীনকাল থেকেই পুরো পৃথিবীতে রূপচর্চায় সমাদৃত উপাদান রূপে ব্যবহৃত হয়ে আসছে৷ এতে রয়েছে অ্যান্টি অক্সিডেন্ট যা ত্বকে বয়সের ছাপ পড়া, ব্রণের দাগ দূর করা অথবা মুখের যে কোন কালো দাগ দূর করতে এলোভেরা এক অতুলনীয় উপাদান৷ ঘরোয়া পদ্ধতিতে রূপচর্চায় এলোভেরার বিকল্প নেই৷ এলোভেরা শুধু যে মুখেই ব্যবহার করা যায় এমনটি কিন্তু না ৷ অ্যালোভেরা হাত পা এমনকি চুলেও ব্যবহার করা যায় ৷

এলোভেরা কিভাবে ব্যবহার করবেন

প্রথমে একটি ছোট পাত্রে এক চা চামচ মধু, এক চা চামচ এলোভেরা রস এবং চার ফোঁটা অলিভ অয়েল দিয়ে ভালো করে মিশিয়ে নিন৷ এবার মুখে লাগিয়ে মেসেজ করুন৷ এরপর ২-৩ মিনিট রেখে দিন যাতে এটি আপনার ত্বকে শুকিয়ে যায় ৷ এবার হালকা কুসুম পানি দিয়ে ধুয়ে ফেলুন ৷     

হাত-পা ফর্সায়এলোভেরা

একটি বাটিতে এলোভেরা জেলের সাথে একটা চামচ মধু, সামান্য হলুদ গুরু মিশিয়ে পেস্ট তৈরি করে  হাতও পায়ে লাগান ২০ মিনিট অপেক্ষা করুন ৷ তারপর কুসুম পানি দিয়ে ধুয়ে ফেলুন৷ দেখবেন আপনার হাত-পা উজ্জ্বল ফর্সা হয়ে যাবে ৷

এলোভেরা দিয়ে নাইট ক্রিম

ছোট একটি পাত্রে এক টেবিল  চামচ আমন্ড অয়েল, ৭-৮ ড্রপ লেভেন্ডার অয়েল, গোলাপজল ও অ্যালোভেরার জেলমিশিয়ে নিয়ে  রাতে এই ক্রিম ব্যবহার করলে আপনার ত্বক পাবে সোনার জেল্লা ৷ এর প্রতিটি উপাদান ৷ আপনার ত্বকের জন্য ভালো৷

চুলের যত্নে এলোভেরা

এলোভেরা যেমন ত্বকের জন্য কার্যকরী তেমনি চুলের যত্নেও এর গুরুত্ব অধিক  ৷ চুলের সৌন্দর্য বৃদ্ধির জন্য এলোভেরা দিয়ে ঘরে বসেই আপনি এসব ব্যবহার করতে পারেন ৷ প্রথমে আপনি তিন চা চামচ ফ্রেশ এলোভেরা জেল এর সাথে ২ চা চামচ টক দই,  এক চা চামচ মধু  ও এক চা চামচ অলিভ অয়েল মেশিনে  নিন৷ ফ্রেশ এলোভেরা পাতা না পেলে রেডিমেড জেল ব্যবহার করতে পারেন৷ উপাদান গুলো ভালোভাবে মিশিয়ে  চুল ও স্ক্যাল্পে  অ্যাপ্লাই করুন ৷ এবার আধা ঘন্টা রেখে শ্যাম্পু দিয়ে ধুয়ে নিন ৷ আপনার চুল হবে  ঝলমলে উজ্জ্বল কালো৷ এগুলো আপনি ঘরোয়া ভাবেই করতে পারেন৷

আরো জানুন > লজ্জাস্থানের কালো দাগ দূর করবেন কিভাবে

কাল থেকে ফর্সা হওয়ার ঘরোয়া উপায়

এক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারেন পেঁপে এবং ডিম৷ পেঁপে ডিম ত্বকের জন্য খুবই উপকারী৷ একসঙ্গে পেঁপে এবং ডিম ব্যবহার করলে ত্বকের রং আস্তে আস্তে ফর্সা হয় তার সঙ্গে আস্তে আস্তে একটু উজ্জ্বল ভাব আসে কারণ ডিমের প্রোটিন আপনার ত্বকে টানটান রাখে ৷ 

হাত-পা ফর্সা করার উপায়

এক কাপ ঠান্ডা চায়ের লিকারের সঙ্গে দুই টেবিল চা চামচ ময়দা,আধা চামচ মধু মিশিয়ে হাতে পায়ে লাগিয়ে রাখুন ৷ ২০ মিনিট অপেক্ষা করুন ৷ তারপর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন৷ এছাড়া আপনি শসার রস, গোলাপজল এবং গ্লিসারিন মিশিয়ে হাত-পায়ে ব্যবহার করতে পারেন ৷এছাড়াও হাত-পা ফর্সা করতে আপনি ব্যবহার করতে পারেন কফি এবং চিনি মিশ্রিত স্ত্রাব৷ এজন্য এক কাপ কফির পাউডারের সাথে দুই টেবিল চামচ চিনি মিশিয়ে নিন৷ আপনি চাইলে কোকো-নাট অয়েল বা এসেন্সিয়াল অয়েল ব্যবহার করতে পারেন৷ ২০ মিনিট হাতে পায়ে মেসেজ করে নিন৷ তারপর হালকা গরম পানি দিয়ে ধুয়ে  নিন৷

কোন মন্তব্য নেই

RBFried থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.